প্রতিটা বাংলাদেশি মধ্যবিত্ত পরিবারের ১০টি চিরন্তন সত্য
আপনি যদি মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে থাকেন, তাহলে এই লাইনগুলো আপনার বেশ পরিচিত। ১০০% গ্যারান্টি!!!!
১. সাপ্তাহিক ছুটির দিন মানেই মোরগ পোলাও কিংবা কাচ্চি দিবস
২. ছোট ভাইবোনদের সারাজীবন বড়দের জামাকাপড় কিংবা বই দিয়ে কাজ চালিয়ে নেয়া
৩. সকালবেলা ঘুম থেকে ওঠার একমাত্র কার্যকর অ্যালার্ম হচ্ছে ফ্যান বন্ধ করে দেওয়া
৪. ব্যাটারি বা রিমোট চেঞ্জ করে নয় বরং থাপ্পড় দেওয়াই হচ্ছে রিমোট ঠিক করার একমাত্র সলিউশন
৫. আইসক্রিমের বক্সে আইসক্রিম বাদে আর সবকিছু পাওয়া
৬. নতুন ডিনার সেট কিংবা চাদর শুধুমাত্র বিশেষ অতিথিরা এলেই বের করা
৭. শেষ হয়ে যাওয়ার পরেও শ্যাম্পু কিংবা টুথপেস্টকে পানি দিয়ে আরও কয়েকদিন চালিয়ে নেয়া
৮. নিউজপেপার জমিয়ে রেখে সেগুলোকে পরে টেবিল ম্যাট, শোকেস কিংবা আলমারির ম্যাট হিসেবে ব্যবহার করা
৯. রেস্টুরেন্টে বেঁচে যাওয়া খাবারকে পার্সেল করে বাসায় নিয়ে এসে পরেরদিন চালিয়ে দেওয়া
১০. পুরনো ছোট সাবানকে ফেলে না দিয়ে নতুন সাবানের সাথে আটকে আবার ব্যবহার করা
কয়টা পয়েন্টে নিজেকে খুঁজে পেলেন?
133 thoughts on “প্রতিটা বাংলাদেশি মধ্যবিত্ত পরিবারের ১০টি চিরন্তন সত্য”
Comments are closed.