যে ৭টি বিষয়ে বাংলাদেশিদের ইমোশন একটু বেশিই
এমনিতে এই জাতির যে ডিব্বা ভর্তি ইমোশন তা নিয়ে জানে না এমন পাবলিক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কী কী বিষয়ে তাদের ইমোশন একটু বেশি, চলেন তা জেনে নিই।
১. একদম প্রথমেই আসবে ধর্মীয় অনুভূতির কথা, উনিশ থেকে বিশ হলেই এনারা আঘাত পেয়ে বসেন
২. বাবা-মা, তবে বাবা-মাকে নিয়ে ইমোশনাল হওয়াই যায় এটা খারাপ কিছু না
৩. ক্রিকেট নিয়ে বাংলাদেশিদের ইমোশন মাঝে মাঝে এভারেস্টের চূড়াও ছাড়িয়ে যায়
৪. প্রথম প্রেম, অনেকে আছেন দশ-বারোটা প্রেম করার পরও প্রথম প্রেমের কথা মনে করে কাঁদেন
৫. কাচ্চি, কাচ্চিকে কেউই না করতে পারে না
৬. যেকোনো বিরহের গান, মনে কোনো বিরহ না থাকলেও এসব গান আমাদের কাতর করে তোলে
৭. বৃষ্টির দিন, বৃষ্টি নামলেই একেকজন রবীন্দ্রনাথ হয়ে যান এদেশে
আপনার ইমোশন কোন বিষয়ে একটু বেশিই?