প্রতিবার ভালোবাসা দিবসে সিঙ্গেলদের যে ৮টি প্যারায় হাবুডুবু খেতে হয়
ভালোবাসা দিবস এলেই সবাই শুধু কাপলদের নিয়ে ভাবে, কিন্তু কেউ কি কখনো সিঙ্গেল প্রজাতির এই প্রাণীগুলোকে নিয়ে ভাবে? একদমই না, এক রত্তিও না। এই অবলা প্রাণীগুলোকে যে সারাদিন কত রকম প্যারার মধ্যে দিয়ে যেতে হয় তার কোনো হিসেব নেই। চলেন তাহলে জেনে নেই পায়রাগুলো কি কি-
১. প্রেমিক যুগলদের অনলাইনে ভালোবাসার বহিঃপ্রকাশ
২. সিঙ্গেলদের উপেক্ষা করে রেস্টুরেন্টগুলোর কাপলদের জন্য স্পেশ্যাল অফার
৩. রাস্তাঘাট, মাঠ-মার্কেট, সবখানে শুধু লাল আর লাল
৪. এমনকি টিভিতেও শুধু প্রেম আর ভালোবাসার নাটক/সিনেমা
৫. অযথাই রাস্তাঘাটে জ্যাম আর রেস্টুরেন্টে ভিড়
৬. “আজকের প্ল্যান কি? কোথায় যাবি?” একটু পর পর এমন প্রশ্নের সম্মুখীন হওয়া
৭. ফেসবুকে শুধু প্রেমিক-প্রেমিকাদের ন্যাকা ন্যাকা ছবি
৮. চারপাশে এত ভালোবাসার ছড়াছড়ি দেখে ” লাইফটা একা কাটতেছে” তা আবার মনে পড়ে যাওয়া
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!