প্রতিটা অনলাইন ক্লাসে যে ১০ ধরণের স্টুডেন্ট থাকবেই থাকবে, কোনো মিস নাই!
অনলাইন ক্লাস করতে করতে আর অনলাইন ক্লাসের নানান প্রান্তের নানান প্রজাতির স্টুডেন্ট দেখতে দেখতে যাদের জীবনের অবস্থা ত্যানা ত্যানা হয়ে গেছে, শুধুমাত্র তারাই আমাদের আজকের তালিকায় দেয়া অভিজ্ঞতাগুলোর সাথে রিলেট করতে পারবেন!
১- স্যারের যেকোনো ব্যাপারে “সহমত” এদের মুখের কাছে রেডি থাকে, মাঝে মাঝে স্যারের কথা শেষ হওয়ার আগেই এরা সহমত জানিয়ে দেয়
২- ক্লাস মানেই এদের কাছে আনন্দ-ফুর্তির জায়গা, তাই সবার আগে এরা পুরো প্রস্তুতি নিয়ে রেডি থাকে
৩- এরা ক্লাস করে খেতে খেতে কিংবা খাওয়ার জন্যেই ক্লাস করে
৪- এরা ফেসবুকে সারাক্ষন ছবি দিলেও, কেন যেন ক্লাস চলাকালীন কখনোই ক্যামেরা অন করে না
৫- একদম ফিটফাট হয়ে ক্লাসে আসে এবং ক্যামেরার পেছনে যা যা দেখা যাবে, তা খুব পরিপাটি করে রাখে
৬- শুধু আসল ক্লাসরুমেই নয়, ভার্চুয়াল ক্লাসেও এরা এদের Bestie ছাড়া কিছুই বুঝে না
৭- এরা সারাক্ষন নেট কানেকশন কিংবা ইলেক্ট্রিসিটির উপর দোষ চাপিয়ে দেয় এবং একেকদিন একেক পন্থায় অজুহাত দাখিল করে!
৮- এরা ক্লাসে থাকলেও এদের মন পড়ে থাকে- গেমে, ক্রাশের আশেপাশে কিংবা ফেসবুকের ফিডে। তাই এদের কিছু জিজ্ঞেস করলেই এরা বলে-
৯- এরা কোনো কথাই বলে না, সারাক্ষন শুধু নোট নেয়-
১০- আরেকদল আছে যারা এখানেও প্রেম করতে ভুলে যায় না!
To find more Bangladeshi GIFs like this, Search ‘Gifgari’ now!