GifGari

First Bangladeshi GIF & Sticker Library

প্রতিটা গ্রুপে চ্যাটে যে ১০ ধরণের মানুষ থাকবেই থাকবে রে ভাই!

গ্রূপ চ্যাট মানেই ভিন্ন ভিন্ন কথা আর ভিন্ন ভিন্ন কথার মালিক। আবার ভিন্ন ভিন্ন কথার মালিক মানেই ভিন্ন ভিন্ন চরিত্র। চলেন দেখে নেই একটি গ্রূপ চ্যাটে আসলে কেমন ধরণের মানুষজন থাকে!

১. জ্বিন ভূত পাবলিক-
যারা শুধু সিন করে মজা নেয়, কিন্তু কখনো কিছু বলে না

২. ট্রেন্ড ফলোয়ার মানুষ-
এরা নিত্য নতুন সব ট্রেন্ড ফলো করে বাকিরের আপডেটেড রাখে

৩. অধিক আবেগপ্রবণ মানুষ-
এরা সাধারণত একবার কথা শুরু করতে আর থামতেই চায় না

৪. প্রেমিক যুগল-
এরা একজন আরেকজন ছাড়া একটা শব্দও বলে না

৫. ট্যুর পাগলা-
এরা দুইদিন পর পর ট্রিপ প্ল্যান করে, যা কখনোই সত্যি উঠে না

৬. মিমার-
গ্রুপে মিম সরবরাহ করে সবাইরে বিনোদন দেয়াই এদের মূল উদ্দেশ্য

৭. ওভার ইমোশনাল-
এরা এক দুই লাইনে কখনো মনের ভাব প্রকাশ করতে পারে না, অল্প কিছুতেই গরুর রচনা লিখা শুরু করে

৮. গ্যাঞ্জাইম্যা –
এরা গ্রুপে কথা বলতে গেলেই কোনো না কোনো ঝামেলা বাধবেই

৯. এক শব্দের বক্তা-
এরা হ্যাঁ, না, আচ্ছা, ইত্যাদি শব্দের মাঝেই নিজের মনের কথা অন্যদের বুঝিয়ে দেয়

১০. মুরাদ টাকলা-
আপনি স্বীকার করেন কিংবা নাই করেন, প্রতি গ্রুপে একজন মুরাদ টাকলা থাকবেই

To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!🇧🇩

error: Content is protected !!