GifGari

First Bangladeshi GIF & Sticker Library

লোকাল বাসগুলোতে যে ১০ ধরনের যাত্রীর দেখা আপনি পাবেনই

dhaka local bus passenger

লোকাল বাসে যে কত কিসিমের মানুষ চড়ে, তা লোকাল বাসে না চড়লে দেখাও সম্ভব না আবার বুঝাও সম্ভব না। তবে এই তালিকা থেকে অল্পবিস্তর ধারণা পেলেও পেতে পারেন।

১. বাসে উঠেই এক ঘুমে গন্তব্যে পৌঁছে যাওয়া পাবলিক

২. বাস কন্ডাটরের সাথে ভাড়া নিয়ে ফাডাফাডি করতে ভালোবাসা পাবলিক

৩. বিভিন্ন রাজনৈতিক ব্যাপার নিয়ে আলোচনার মাধ্যমে নিজেকে রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাওয়া পাবলিক

৪. পুরো রাস্তা জুড়ে হুদাই ড্রাইভারকে গালাগালি করা পাবলিক

৫. পাকা শিকারীর মতো সিট দখলে দক্ষ পাবলিক

৬. জানালার কতটুকু ফাঁকা অংশ নিজের ভাগে রয়েছে এ নিয়ে অন্যদের সাথে যুদ্ধে জড়ানো পাবলিক

৭. ফোন এলে জোরে কথা বলে অন্য সবাইকে বিরক্ত করা পাবলিক

৮. পাশের জন্য বিরক্ত হলেও জোর করে তাদের সাথে গল্প করা পাবলিক

৯. অন্যের ফেসবুক স্ক্রলিংয়ের দিকে তাকিয়ে থাকা পাবলিক

১০. “প্রাইভেট কার ছাড়া চলতেই পারে না, কিন্তু ভুল করে বাসে উঠে গেসে” ভাব নেয়া পাবলিক

এমন বিখ্যাতদের মাঝে কতজনের সাথে আপনার দেখা হওয়ার সুযোগ হয়েছে এ র্পযন্ত?

To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!🇧🇩

error: Content is protected !!