GIF-এ GIF-এ দেখুন বাংলাদেশি ট্রাভেলারদের রকমফের: দ্বিতীয় পর্ব
বিভিন্ন প্রকার ট্রাভেলার/টুরিস্ট আছে আমাদের আশেপাশে। এদের ছাড়া যেন কোনো ট্রাভেল কল্পনা করাও পাপ। মিলিয়ে দেখুন আপনি বা আপনার কোন বন্ধু এমন ট্রাভেলার/টুরিস্ট কিনা!
১১. হা হা ট্রাভেলারঃ
এরা সাধারণ কথাবার্তা বলেও খুব হাসির কিছু একটা বলেছে ভেবে নিজেই হাসতে থাকবে
১২. সবজান্তা ট্রাভেলারঃ
পৃথিবীর যে কোন বিষয়ে তারা আগ বাড়িয়ে কথা বলবে। কোন বিষয়ে না জানলেও আন্দাজে কিছু একটা বলে দিয়ে অংশগ্রহণ করবেই
১৩. বুজুর্গ ট্রাভেলারঃ
এরা ঘুরাঘুরি বিষয়ে কোন কথা উঠলেই উমুক সালে তুমুক ছিলো, এই সালে আমি ঐ করেছিলাম, সেই সময় এই ছিল। এসব বলেই পার করতে থাকে
১৪. পয়সা উশুল ট্রাভেলারঃ
এরা সবকিছুতে টাকা কতটা উশুল হচ্ছে সেই হিসেব নিয়ে ব্যস্ত থাকে
১৫. কম্পেয়ার মেশিন ট্রভেলারঃ
এরা সব কিছুতেই তুলনা করবে। এসির সাথে নন এসির তুলনা, আমের সাথে কাঠালের তুলনা। ইত্যাদি ইত্যাদি…
১৬. “ধুর” ট্রাভেলারঃ
এরা পুরো পৃথিবীকে একটা শব্দের আওতায় নিয়ে আসে। সাগরে গেলে কয় “ধুর কই ঘুরতে আইলাম” পাহাড়ে গেলে কয় “ধুর, পাহাড়ের জন্য কিছুই দেখা যায় না!”
১৭. অস্থির ট্রাভেলারঃ
এরা কোনো কিছুই ধীরে সুস্থে করতে পারে না, সবকিছুতেই এদের এক ধরণের তাড়া লেগেই থাকবে
১৮. ওয়ারড্রোব ট্রাভেলারঃ
এরা ট্রিপে গেলে ২-৩ টা ট্রলি ভরে শুধু কাপড় আর মেকাপ নিয়ে যায়। সম্ভব হলে বাসার ওয়ারড্রোবটাই মাথায় করে নিয়ে যেত…
১৯. কনফিউজড ট্রাভেলারঃ
এরা ট্রিপের আগে কোথায় যাবে এটা নিয়ে শুরু করে ট্রিপে গিয়ে কি খাবে, কোথায় বসবে, কোথায় ঘুরবে, কিভাবে ছবি তুলবে কিংবা কয়টা তুলবে ব্লা ব্লা…. সব কিছু নিয়েই বেশ কনফিউশানে থাকে
২০. গুষ্টি উদ্ধার ট্রাভেলারঃ
যেখানে যে জিনিসের কমতি দেখবে, অমনি নিজের শক্তি আর কথা খরচ করে ঐ দায়িত্বে থাকা কর্তৃপক্ষের গুষ্টি উদ্ধার করবে
২১. ভটভটি নসিমন ট্রাভেলারঃ
ট্রিপের শুরু থেকে শেষ পর্যন্ত এদের বকর বকরই শোনা যায়
২২. উপদেষ্টা ট্রাভেলারঃ
এরা ট্রিপে গেলে মোটামুটি সকল কিছু নিয়েই উপদেশ দিতে পছন্দ করে, সেটা অন্যরা পছন্দ করুক আর নাই বা করুক
২৩. নোংরা ট্রাভেলারঃ
“এই দেশের কোন উন্নতি হবে না, এই দেশ খুব নোংরা” বলে দেশের জন্য খুব আফসোস করতে করতে নিজের হাতের পানির বোতল কিংবা চিপসের প্যাকেটটা ফুড়ুৎ করে ফেলে দিবে যেখানে সেখানে
২৪. আপু-ভাইয়া ট্রাভেলারঃ
এরা ঘুরতে যায় অন্য আপু কিংবা অন্য ভাইয়াদের সাথে আলাপ জমাতে, আর কিছুই না
২৫. সাপোর্টিভ ট্রাভেলারঃ
এরা সকল পরিস্থিতিতে সামনে এগিয়ে আসে এবং ট্রিপে পরিস্থিতি অনুযায়ী সাপোর্ট দিতে খুব পছন্দ করে
২৬. বিপক্ষ ট্রাভেলারঃ
এরা যে কোন পরিস্থিতিতে একটা জোট পাকাবে আর পরিস্থিতির বিপক্ষে অবস্থান নিবে
২৭. আবদারী ট্রাভেলারঃ
এরা ট্রিপেই যায় বিভিন্ন আবদার করতে।
“ভাই, আমার তেমন কিছু লাগবে না, C1 সিটটা দিয়েন বাসে, রুম যেন সবচেয়ে ভালোটা হয়, ওই রুমে আমি একাই শুবো, আমি আবার কারো সাথে বেড শেয়ার করতে পারি না”
২৮. ব্যাকবেঞ্চার ট্রাভেলারঃ
এরা সব ট্রিপেই হুট করে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে দেখা যায় বাসের সবার চেয়ে পেছনের সিট পায়, রুমও পায় একদম শেষের দিকে
আর কোনো টাইপ যদি বাদ পড়ে যায় তাহলে কমেন্ট করে জানান এবং নিজের সাথে কিংবা পরিচিত কারও সাথে মিলে গেলে এখনই শেয়ার মারুন!
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!