GifGari

First Bangladeshi GIF & Sticker Library

GIF এ GIF এ দেখুন ১০ ধরণের বাংলাদেশি ট্রাভেলার: প্রথম পর্ব

বিভিন্ন প্রকার ট্রাভেলার/টুরিস্ট আছে আমাদের আশেপাশে। এদের ছাড়া যেন কোনো ট্রাভেল কল্পনা করাও পাপ। মিলিয়ে দেখুন আপনি বা আপনার কোন বন্ধু এমন ট্রাভেলার/টুরিস্ট কিনা! এটা প্রথম পর্ব…

১. দিল খুশ ট্রাভেলারঃ
এরা সবসময় খোশ মেজাজে থাকে। হাসাহাসির উপরেই পুরো ট্রিপ শেষ করে

via GIPHY

২. কুল ট্রাভেলারঃ
এরা সবকিছুতেই “ওকে” টাইপের। যাওয়া থেকে আসা, খাওয়া থেকে ঘুম সবকিছুতেই ওকে

via GIPHY

৩. নাশপাতি ট্রাভেলারঃ
কোন কিছুতেই যার কোন আগ্রহ নেই এবং সর্বোচ্চ হাসির কথায়ও হাসে না। এদের জীবনে কিংবা ট্যুরে কোনো ট্যাশই নাই

via GIPHY

৪. ফুর্তিবাজ ট্রাভেলারঃ
এরা সারাক্ষন হৈহুল্লোড়, শয়তানি বাঁদরামি করে পুরো ট্যুর জমিয়ে রাখে

via GIPHY

৫. উদাস ট্রাভেলারঃ
এরা যেখানেই যা দেখবে সবকিছুতেই কেমন যেন একটা উদাস ভাব বের করে আনবে

via GIPHY

৬. পেটুক ট্রাভেলারঃ
এদের জীবন মন প্রাণ ধ্যানে জ্ঞানে শয়নে স্বপনে শুধুই খাদ্য বিরাজমান

via GIPHY

৭. “ছবি তুলবো” ট্রাভেলারঃ
হাটে ঘাটে মাঠে জলে জঙ্গলে আকাশে বাতাসে এরা যে যেখানেই থাকুক, ছবি এদের তুলতেই হবে

via GIPHY

৮. বিরোধী দল টাইপ ট্রাভেলারঃ
এরা সব কিছুতেই ভুল ধরবে। উঠতে বসতে খেতে ঘুমুতে স্নান সারতে মানে কিছুই বাদ যাবে না তার অভিযোগের তীর থেকে

via GIPHY

৯. আইলসা ট্রাভেলারঃ
শুইলে বসে না, বসলে দাঁড়ায় না, দাঁড়াইলে চলে না টাইপ। শুয়ে বসেই ট্রিপে পুরো সময় কাটিয়ে দিবে

via GIPHY

১০. গ্যাঞ্জাম লাভার ট্রাভেলারঃ
এরা সব কিছুতেই গ্যাঞ্জাম লাগবেই এবং ট্যুরের বারোটা বাজিয়েই ছাড়বেই। এদের নিয়ে কিছু বলার নাই…

via GIPHY

নিজেকে খুঁজে পেলেন এখানে? নাকি অন্য কাউকে? এখনই কমেন্ট করে জানান!

To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!🇧🇩


error: Content is protected !!