GIF এ GIF এ দেখুন ১০ ধরণের বাংলাদেশি ট্রাভেলার: প্রথম পর্ব
বিভিন্ন প্রকার ট্রাভেলার/টুরিস্ট আছে আমাদের আশেপাশে। এদের ছাড়া যেন কোনো ট্রাভেল কল্পনা করাও পাপ। মিলিয়ে দেখুন আপনি বা আপনার কোন বন্ধু এমন ট্রাভেলার/টুরিস্ট কিনা! এটা প্রথম পর্ব…
১. দিল খুশ ট্রাভেলারঃ
এরা সবসময় খোশ মেজাজে থাকে। হাসাহাসির উপরেই পুরো ট্রিপ শেষ করে
২. কুল ট্রাভেলারঃ
এরা সবকিছুতেই “ওকে” টাইপের। যাওয়া থেকে আসা, খাওয়া থেকে ঘুম সবকিছুতেই ওকে
৩. নাশপাতি ট্রাভেলারঃ
কোন কিছুতেই যার কোন আগ্রহ নেই এবং সর্বোচ্চ হাসির কথায়ও হাসে না। এদের জীবনে কিংবা ট্যুরে কোনো ট্যাশই নাই
৪. ফুর্তিবাজ ট্রাভেলারঃ
এরা সারাক্ষন হৈহুল্লোড়, শয়তানি বাঁদরামি করে পুরো ট্যুর জমিয়ে রাখে
৫. উদাস ট্রাভেলারঃ
এরা যেখানেই যা দেখবে সবকিছুতেই কেমন যেন একটা উদাস ভাব বের করে আনবে
৬. পেটুক ট্রাভেলারঃ
এদের জীবন মন প্রাণ ধ্যানে জ্ঞানে শয়নে স্বপনে শুধুই খাদ্য বিরাজমান
৭. “ছবি তুলবো” ট্রাভেলারঃ
হাটে ঘাটে মাঠে জলে জঙ্গলে আকাশে বাতাসে এরা যে যেখানেই থাকুক, ছবি এদের তুলতেই হবে
৮. বিরোধী দল টাইপ ট্রাভেলারঃ
এরা সব কিছুতেই ভুল ধরবে। উঠতে বসতে খেতে ঘুমুতে স্নান সারতে মানে কিছুই বাদ যাবে না তার অভিযোগের তীর থেকে
৯. আইলসা ট্রাভেলারঃ
শুইলে বসে না, বসলে দাঁড়ায় না, দাঁড়াইলে চলে না টাইপ। শুয়ে বসেই ট্রিপে পুরো সময় কাটিয়ে দিবে
১০. গ্যাঞ্জাম লাভার ট্রাভেলারঃ
এরা সব কিছুতেই গ্যাঞ্জাম লাগবেই এবং ট্যুরের বারোটা বাজিয়েই ছাড়বেই। এদের নিয়ে কিছু বলার নাই…
নিজেকে খুঁজে পেলেন এখানে? নাকি অন্য কাউকে? এখনই কমেন্ট করে জানান!
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!