বইমেলায় এই ১০ ধরণের মানুষের দেখা আপনি পাবেনই
একটু দেরিতে হলেও শুরু হয়েছে আমাদের প্রাণের মেলা, অমর একুশে বইমেলা। আর এবারের বইমেলার সময়সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে করোনা সংক্রমণের কথা চিন্তা করে। দিনের অল্প সময় জুড়ে মেলা চললেও পুরো মাস জুড়ে চলা এই মেলায় প্রতিদিনই থাকবে উৎসবমুখর আর মানুষের ভীড়ে পরিপূর্ণ। মজার ব্যাপার হলো, এই মেলায় বিভিন্ন প্রান্তের বিভিন্ন বয়সী মানুষ এলেও তাদের ধরণে রয়েছে বেশ মিল।
১. সিজনাল বই প্রেমী:
সারাবছর বইয়ের একটা পাতা না পড়লেও বই মেলায় তাদের অতি উৎসাহের সাথে বিচরণ করতে দেখা যাবে
২. লাইলী মজনু:
শাড়ি পাঞ্জাবি পরে এরা বইমেলায় আসেই প্রেম করতে
৩. ডিজিটাল ভক্ত:
এরা মূলত বইমেলায় যায় কোনো সেলিব্রেটির দেখা পাওয়া যায় কিনা তা দেখার জন্য! আর পেলেই খপ করে ধরে ২/৪ টা সেল্ফি তুলে ফেলে
৪. অনুষ্ঠানপ্রেমী:
এরা আসলে কোথায় এসেছে, কেন এসেছে, সেটা কোন ব্যাপার না. বইমেলায় চলমান বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করাই এদের মূল কাজ
৫. চেক-ইন রোগী:
দিনের মধ্যে একাধিবার বইমেলা ও বাংলা একাডেমী যে আছেন সেটা চেকইন না দিলে এদের জীবনটাই বৃথা
৬. সাপ্তাহিক দর্শনার্থী:
শুত্রুবার, শনিবার যে বইমেলায় এত ভিড় হয়, তা এদের জন্যই!
৭. সেল্ফি লাভার:
এদের বিষয়ে খুব বেশি কিছু বলার দরকার নেই
৮. বই পাগলা:
যার হাতে কেনা বইয়ের বোঝাই দেখেই বুঝা যায় যে তিনি সারাবছর অপেক্ষাই করেন এই বিশেষ আয়োজনটির জন্য
৯. আঁতেল শ্রেণী:
নিজে কিছু পড়ুক বা না পড়ুক, প্রতিদিন ঝোলা ঝুলিয়ে বইমেলায় এসে অন্যদের জ্ঞান ঝাড়াই এদের মূল কাজ
১০. বেকার:
নেই কাজ তো খৈ ভাজ, তাই প্রতি ষ্টল ঘুরে ঘুরে বই হাতিয়ে দেখাই এদের একমাত্র কাজ
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!