মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা যে ৮টি অভিজ্ঞতার মধ্য দিয়ে বড় হয়
প্রবল আত্মসম্মানবোধ সম্পন্ন মধ্যবিত্ত শ্রেণী না পারে নিচে নামতে, না পারে উপরের সাথে পাল্লা দিয়ে চলতে। উভয় সংকট বলতে যা বোঝায় তা একমাত্র মধ্যবিত্ত শ্রেণীই বোঝে। যাকে বলে পাটা-পুতার ঘষাঘষিতে মরিচের জান শেষ। যার ফলে মধ্যবিত্ত পরিবারগুলোতে সৃষ্টি হয় বিচিত্র রকম গল্প। তাই মধ্যবিত্ত পরিবারের বড় হয়েছেন তাদের নিয়ে এই আয়োজন।
১. টুথপেস্টের শেষ বিন্দু বের না হওয়া পর্যন্ত সংগ্রাম করে যাওয়া
২. ব্যাটারি না বদলে টিভির রিমোর্ট বাড়ি মারতে মারতে শেষমেশ নিজেই ক্লান্ত হয়ে যাওয়া
৩. উত্তরাধিকার সূত্রে বড় ভাই বোনের পোশাক পাওয়া
৪. শো কেজে সাজানো ক্রোকারিজ শুধুমাত্র অতিথিদের জন্য বরাদ্দ দেখেই জীবন পার করে দেয়া
৫. এক আনা স্বর্ণ না কিনলেও দাম বেড়ে যাওয়ায় টেনশন করা
৬. লাইট/বাল্ব ফিউজ হয়ে গেলেও আবার সেটা চেক করে নিজেকে স্বান্তনা দেয়া
৭. এলাকার মুচির সাথে সুসম্পর্ক হয়ে যাওয়া
৮. দোকান থেকে বাকি আনার একশ একটা কৌশল রপ্ত করে ফেলা
আপনার এমন আর কী কী অভিজ্ঞতা আছে তা কমেন্ট করে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন!
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!