কাচ্চি যদি হয় আপনার চরম ভালোবাসা, এই ৯টি ঘটনা আপনার একটু বেশিই চেনা
কাচ্চি কি আপনার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা? তাহলে এক্ষুনি নিচে দেয়া এই অভিজ্ঞতা থেকে মিলিয়ে নিন আপনার বাস্তব জীবনের সাথে!
১. বিরিয়ানির সুগন্ধ পেয়ে খুশিমনে রান্নঘরে গিয়ে যখন বুঝতে পারেন তা পাশের বাসা থেকে আসছে
২. সবাই জানে যে আপনার একমাত্র weakness হলো কাচ্চি, তাই বন্ধুরা কথায় কথায় মিথ্যা লোভ দেখায়- “দোস্ত তোকে কাচ্চি treat দিব”
৩. রেস্টুরেন্টে খেতে গেলে সবাই যখন কি খাবে তা নিয়ে ব্যস্ত, তখন আপনি কি অর্ডার দিবেন তা নিয়ে আপনার ২ সেকেন্ডও চিন্তা করতে হয় না!
৪. কাচ্চি খাবার পর আপনার ফ্লার্টিং স্কিলও অটোমেটিক ১০০/১০০ হয়ে যায়!
৫. মানুষজন যখন পুরান ঢাকায় গিয়ে গরম গরম কাচ্চির ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, তখন আপনি নিজেকে এভাবে সান্তনা দেন
৬. ট্রেডিশনাল কাচ্চি বাদ দিয়ে নতুন টাইপের বিরিয়ানি ট্রাই করে যখন বুঝতে পারেন যে এটা মস্ত বড় একটা ভুল ছিল
৭. কাচ্চির প্রতি আপনার এমন আসক্তি দেখে সবাই আপনার কানের কাছে ঘ্যান ঘ্যান করে, এত কাচ্চি খাওয়া ঠিক না!
৮. এবং প্রশ্ন করে, কাচ্চি ছাড়া তোমার অন্য কোনো পছন্দের খাবার নেই?
৯. দিন শেষে কাচ্চি আপনাকে যে পরিমান আনন্দ এবং satisfaction দেয়, তা কোন মানুষ কখনোই আপনাকে দিতে পারবে না
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!