রাত যত গভীর হয় ঘুম তত উধাও হয়? তাহলে এই ৮টি অভিজ্ঞতা আপনার অনেক চেনা
রাত হয়ে গেলে যাদের দু-চোখ থেকে কোনো ধরণের নোটিশ ছাড়াই ঘুম বিদায় নিয়ে নেয় তাদের কিছু বিশেষ টাইপের বেদনা আছে, যা শুধু তারাই রিলেট করতে পারবে। চলুন দেখে নেই তেমন কিছু বেদনার ছোট্ট তালিকা!
১- হাজারবার ঘুমের পজিশন চেঞ্জ করেও এক ফোঁটা লাভ হয় না, যেই লাউ সেই কদু
২- কোনো কারণ ছাড়াই ১০বছর ১০মাস ১০দিন ১০ঘন্টা ১০মিনিট ১০সেকেন্ড আগের হিসাব এসে আপনাকে ডেকে তোলে
৩- কেন ঘুম আসতেসে না, তা নিয়ে হিসাব করতে গিয়ে ঘুম আরও উধাও হয়ে যায়
৪- বিরক্তি কাটানোর জন্য তখন কাউকে অনলাইনে না পেয়ে আপনার মন আরও খারাপ হয়ে যায়
৫- প্রায়ই পরিচিত মানুষজন আপনাকে ঘুম নিয়ে জ্ঞান দিতে আসে এবং যা শুনে রাগে-ক্ষোভে-অভিমানে আপনার প্রচুর হাসি পায়
৬- ঘুম না আসার কারণে অযথাই ক্ষুধা লাগে
৭- রাত জেগে প্রচুর মুভি-সিরিজ/ফানি ভিডিও দেখতে দেখতে আপনি প্রচন্ড টায়ার্ড
৮- ঘুমের উপর সারা দুনিয়ার তাবৎ টিপসের ভিডিও/আর্টিকেল আপনার মুখস্থ
To find more Bangladeshi GIFs like this, Search ‘gifgari’ now!