যে ১২টি ঘটনা পাবলিক বাসে ঝুলে বেড়ানো পাবলিকের একটু বেশিই চেনা
যারা অফিস কিংবা পড়াশুনার কাজে রেগুলার পাবলিক বাসে যাতায়াত করেন, নিচে দেয়া ঘটনাগুলো তাদের জন্য অতি পরিচিত। বিশ্বাস না হলে, নিজের চোখে দেখে আসুন!
১. বাসের জন্য অনন্তকাল ধরে অপেক্ষা করা
২. বাস আসার সাথে সাথে বাসে উঠার জন্য ভয়ংকর যুদ্ধে জড়িয়ে পড়া
৩. খালি সিট পেয়ে সোনার হরিন পাওয়ার মতো ফিল হতে থাকা
৪. মহিলা সিটে কিছু বিশেষ প্রজাতির যাত্রীদের আরামে বসে থাকতে দেখা
৫. বাস ব্রেক কষলেই পাশের যাত্রীর গায়ে হুমড়ি খেয়ে পড়া
৬. “এই বুঝি মানিব্যাগটা কেউ মেরে দিল!” সারাক্ষন এই দুঃশ্চিন্তা করে ভয়ে ভয়ে থাকা
৭. দৈনিক রুটিনের মতো বাসের হেল্পারের সাথে যেকোনো একজন যাত্রীর হালকা পাতলা গ্যাঞ্জাম উপভোগ করা
৮. জানালা খোলা/বন্ধ নিয়ে অন্য যাত্রীর সাথে যুদ্ধ করা
৯. পাশের যাত্রীর চিৎকার করা ফোন আলাপ চুপচাপ সয়ে যাওয়া
১০. যেদিন খালি সিট্ পাওয়া যায় না সেদিন ঝুলে ঝুলে বাসায় ফেরা
১১. মোবাইল চালানোর সময় আশেপাশের যাত্রীদের অতিরিক্ত কৌতূহলী উঁকিঝুঁকি হজম করা
১২. যেদিন বেশি তাড়াহুড়া থাকে, সেইদিনই বাসের ড্রাইভারের ২ মিনিট পর পর রাস্তা থেকে যাত্রী নেয়া শুরু করা উঠানো-নামানো-বাস থামিয়ে চা-পান-বিড়ি খাওয়ার মতো আযাব সহ্য করা
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!