যে ৮টি ব্যাপার ঠোঁটকাটা স্বভাবীদের অনেক বেশি পরিচিত
আপনি যদি খুব ঠোঁটকাটা ধরনের মানুষ হন এবং সব সময় মানুষের মুখের ওপর কথা বলেন। মানে, ভেতর থেকে যা বিশ্বাস করেন, সেটাই যদি বলে দেন, তাহলে নিঃসন্দেহে আপনার জীবন নানান রকম বিপত্তিতে ভরপুর।
১. মুরুব্বি সমাজের কাছে আপনি একজন প্রকৃত বেয়াদব
২. অজান্তে অনেকের মনে আঘাত দিয়ে ফেলেন
৩. বহু চেষ্টার পরেও নিজের কথার লাগাম টানা নিয়ে ব্যাপক যুদ্ধ করতে হয়
৪. চেনা বহু মানুষ পারতপক্ষে আপনাকে এড়িয়ে চলে
৫. একদম কাছের বন্ধু বলে কোন শব্দ আপনার জীবনের ডিকশনারিতে নেই
৬. অন্যকে খুশি করার জন্যেও আপনি মিথ্যা বলতে রাজি নন, সে যে কেউই হোক না কেন
৭. সোশ্যাল মিডিয়ায় মানুষজনের কাছে ব্লক খাওয়া আপনার নিত্যদিনের ঘটনা
৮. পার্টনারের সাথে এই স্বভাব নিয়ে নিয়মিত “ফাডাফাডি হয়”
কি, মিল খুঁজে পেয়েছেন?
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!