মিলিয়ে জেনে নিন দেরি করার জন্য আপনার জীবনটা যেমন
আপনি কী সবসময় যেকোনো কাজে দেরি করেন? আপনার নামে সবসময়ই বিভিন্ন জায়গায় (বাবা-মা, ভাই-ব্রাদার, পার্টনার) কমপ্লেইন শোনেন? কিন্তু আপনি কিছুতেই বুঝে উঠতে পারেন না যে কেন আপনার সাথে এমন হয়? তাহলে এই কন্টেন্টটি আপনার।
১. আপনার টাইম মতো কোথাও যাওয়া অন্যদের মনে খুশির বন্যা বইয়ে দেয়
২. কাজের জায়গা কিংবা ক্লাসে সময়মতো যাওয়ার জন্য আপনার সেই লেভেলের স্ট্রাগল করতে হয়
৩. রোজই নিজের দেরি করার অভ্যাস পাল্টানোর পণ নেন, কিন্তু পরের দিন সকালেই আবার সব ভুলে যান
৪. দেরি করার এই অভ্যাসের জন্য প্রতিনিয়তই আপনাকে নানান অজুহাত রেডি রাখতে হয়
৫. বন্ধুরা মিলে কোথাও কোনো প্ল্যান করলে আপনাকে সঠিক সময়ের চেয়ে কিছু সময় আগে বলা হয়. কিন্তু তারপরেও আপনি লেট করেন
৬. আপনি জীবনে অনেক কিছু মিস করেছেন শুধুমাত্র এই দেরি করার জন্য
৭. এমনকি আপনার পার্টনারও আপনাকে নিয়ে বেশ বিরক্ত
৮. আপনি যদি কখনও বলেন “এইতো আমি চলে এসেছি” তার মানে সবাই ধরে নেয় আপনি এখনও বেরই হননি
৯. সকাল সকাল কোথাও যাওয়ার প্ল্যান হলে আপনি সে প্ল্যানে থাকতে চান না
১০. ঘড়ি ধরে কাটায় কাটায় সবকিছু করলেও কেন যে আপনার দেরি হয়ে যায়, তা আপনি নিজেও আজ পর্যন্ত আবিষ্কার করতে পারেননি
কয়টা মিললো আপনার লাইফের সাথে? নাকি একটাও না? কমেন্টে জানান আমাদের।
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!