একটু পরপর যাদের খেতে ইচ্ছা করে তাদের জন্য ৮টি রিলেটেবল ঘটনা
আমাদের মাঝে কেউ কেউ আছে, যারা খেতে খুব পছন্দ করে। এরা দরকার হলে জীবনের সবকিছু ছেড়ে দিতে রাজি আছে কিন্তু খাবারের ব্যাপারে ছাড় দেয়া এদের কাছে একদম অসম্ভব ব্যাপার। তাই একটু সুযোগ পেলেই এরা খাবারের আশেপাশে ঘুরঘুর করে এবং আরও নানান রকম কান্ড কারখানা করে-
১- দুনিয়া উল্টায়া গেলেও তাদের মাথায় সারাক্ষন “কি খাওয়া যায়?” সেই চিন্তা ঘুরঘুর করে
২- বারান্দা-বেডরুম কিংবা লিভিং রুম নয়, এরা সারাক্ষন শুধু ফ্রিজের আশেপাশেই ঘোরাঘুরি করে
৩- যারা খাবার পছন্দ করে না কিংবা সারাক্ষন না খেয়ে থাকতে পারে, তারা তাদেরকে এলিয়েন ভাবে
৪- কেউ খাবার সাধলে তারা কখনোই ফিরিয়ে দিতে জানে না
৫- একটা মানুষ একটু পরপর কিভাবে এত খায়? তা জিজ্ঞেস করলেই তারা উত্তর দেয়-
৬- এরা আসলে মুভি সিরিজ দেখার জন্য খায় না, বরং খাওয়ার জন্য মুভি-সিরিজ দেখে
৭- ঘন্টায় ২ বার করে কিছু না খেতে পারলে এরা হতাশার চরম লেভেলে চলে যায়
৮- বাসায় কোন অতিথি কি ধরণের এবং কি পরিমান খাবার নিয়ে আসে, তারা সেই হিসেবে অতিথি বিচার করে
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!