GifGari

First Bangladeshi GIF & Sticker Library

নতুন নতুন প্রেমে পড়লে সবাই যে ৮টি অভিজ্ঞতায় চলাচল করে

নতুন প্রেমে পড়া মানেই একটা রঙিন দুনিয়ায় বসবাস, নতুন প্রেমে পড়া মানেই সব দীর্ঘশ্বাসের পলায়ন আর অন্তরে শুধু নতুন মানুষটার জন্য হাঁসফাঁস! এছাড়াও নতুন প্রেমে পড়া মানে আর কী কি, তা দেখে নিন নিচের তালিকা থেকে-

১- কথায় কথায় একে অপরকে কমপ্লিমেন্ট দেয়া

২- “সারাজীবন সুখে দুঃখে একসাথে থাকবো” এমন কথা দেয়া

৩- পার্টনার এক মুহূর্তের জন্য দূরে থাকলেও মনের ভিতর ঝড় বয়ে যাওয়া

৪- নিজের বিয়ের কথা শুনে অতীতে বিরক্ত হলেও নতুন প্রেমে পড়ে সেই বিরক্তি চরম আনন্দে পরিণত হওয়া

৫- একটু পর পর সে ফোন বা টেক্সট না দিলে বড্ড অভিমান হওয়া

৬- নতুন প্রেমে পড়লে পার্টনারের বাড়াবাড়ি করা কান্ডগুলোও মধুর মনে হওয়া

৭- প্রতিদিনই প্রিয় মানুষটিকে দেখে নতুন করে প্রেম প্রেম অনুভূতি মনে উঁকি দেয়া

৮- প্রায়ই কাজের মাঝে তার কথা ভেবে আনমনা হয়ে যাওয়া

To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!🇧🇩

Leave a Reply

error: Content is protected !!