কোরবানির ঈদ মানেই লাইফে যে ৭টি ব্যাপারের ছড়াছড়ি
কোরবানি ঈদ সত্যিই এক অদ্ভুত আমেজে ভরপুর উৎসব। আর তাই তো কোরবানির ঈদের কয়েকদিন আগে থেকে শুরু করে ঈদের কয়েকদিন পর পর্যন্ত লাইফে যুক্ত হয় একদম নতুন কিছু স্টোরি। আর দেরি না করে নিচে দেয়া গল্পগুলোর সাথে মিলিয়ে দেখুন-
১. ভাই গরু নাকি ছাগল? সবাইকে এই প্রশ্ন করা –
২. গরুর হাটে গিয়ে নিজের অবস্থার একেবারে ১২টা বাজিয়ে ফেলা –
৩. রাস্তাঘাটে গরু দেখলেই প্রশ্ন করা “ভাই কত নিল?” –
৪. রাস্তাঘাটে কিংবা গরুর হাটে “এই গরু আইলো গরু আইলো!” শুনে দৌড় দেয়া –
৫. আমাদের গরুটা লাল, আর তোমাদের? ফোনে কিংবা ইনবক্সে এলাকার কয়টা কি রঙের গরু আসলো তার খবর নেয়া –
৬. খুশি করার জন্য “ভাই জিতসেন!” বলা –
৭. আর ছোটবেলার প্রিয় RC কোলার বিজ্ঞাপন “ভাইজান খবর একখান খবর একখান….” গুনগুন করে গাওয়া –
তো আপনার লাইফের সাথে কয়টা মিললো?
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!