রমজান মাসের শুরুতে যে ১০টি ঘটনা আপনার সাথে ঘটবেই
রমজান মাস মানেই সারাদিনের রুটিন বদলে যাওয়া। আর তাই রমজানের মাসের সাথে অভ্যস্ত হতে গিয়ে শুরুতে আমাদের এমন কিছু সমস্যার মুখোমুখি হতে হয়-
১. রোজা থাকা অবস্থায় ভুল করে পানি খেয়ে ফেলা
২. সেহেরি করতে ঘুম থেকে উঠার জন্য নিজের সাথে রীতিমত যুদ্ধ করা
৩. সেহেরির পর ভুল করে একটু বেশিই পানি খেয়ে ফেলা
৪. সারাদিন প্রচন্ড ঘুম পাওয়া আর একটু পরপর ইফতারির সময় দেখা
৫. কাউকে সরাসরি কিংবা মনে মনে গালি দিতে গিয়েও থেমে যাওয়া
৬. ফেসবুকে খাবারের ছবি দেখে মেজাজটাই খারাপ হয়ে যাওয়া
৭. আযান দেয়ার পূর্বের মুহূর্তগুলো অনন্তকাল মনে হওয়া
৮. “ভাঁজা পোড়া খাবার খাব না” ভেবেও ইফতারিতে ভাঁজা পোড়া খাবার খেয়ে ফেলা
৯. ইফতারির পর রাজ্যের ঘুম দুই চোখের পাতায় নেমে আসা
১০. এবং পরের দিন ইফতারিতে কি কি খাওয়া যায় তা আগে থেকে ভাবতে শুরু করা
আপনার অভিজ্ঞতার সাথে কয়টা মিলে গেল তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন!
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!