GifGari

First Bangladeshi GIF & Sticker Library

যে ৯টি ঘটনা ছাড়া ভাই-বোনের সম্পর্ক একদম অসম্পূর্ন

ভাই-বোন মানেই সারাদিন নানান কান্ডকীর্তি আর খুনসুঁটি-ঝগড়ায় ভরপুর একটা সম্পর্ক। আর সেই সম্পর্কের এমন হাজারো মূহুর্তের কথা কখনো লিখে শেষ করা সম্ভব না। নিচের তালিকায় এমন কিছু ঘটে যাওয়া মুহূর্তের নমুনা দেয়া হলো। দেখুন তো রিলেটেবল কিনা?

১. ভাই/বোনকে অযথাই প্যারা দিতে “তোকে আব্বু-আম্মু ছোটবেলায় ডাস্টবিনে কুড়িয়ে পেয়েছে” বলা


২. ছোটবেলার হাস্যকর স্মৃতি অন্যদের বলে দিব বলে ব্ল্যাকমেইল করা

 

৩. টিভিতে কোনো হাস্যকর/কুৎসিত চরিত্র দেখে বলা- “এটা তুই”


৪. মারামারিতে যখন পরাজয় নিশ্চিত, তখন আব্বু-আম্মুকে ডেকে আনা


৫. রিমোট নিয়ে যুদ্ধ করা

৬. বাথরুমের দরজা বাহির থেকে লাগিয়ে মজা নেয়া


৭. যখন কিছু করার না থাকে, তখন অযথাই বিরক্ত করা

৮. নিজে ভুল করে দোষ ভাই/বোনের ঘাড়ে চাপিয়ে দেয়া

৯. পছন্দের খাবার লুকিয়ে রাখা

To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!🇧🇩

error: Content is protected !!