আত্মীয়স্বজনদের আসল কাজ সম্পর্কে জানতে চাইলে
বাংলাদেশি আত্মীয়স্বজন একটু বেশিই আজব গোছের। এদের কান্ড কারখানা দেখলে মাঝে মাঝে মনে চায় দুনিয়া ছেড়ে বিদায় নেই!
১. আমাদের বিয়ে নিয়ে চিন্তা করা এবং সেগুলো নিয়ে নিজ দায়িত্বে আমাদের বাবা-মায়েদের চাপ দেয়া
২. যেকোনো প্রকার গেট-টুগেদারকে ইন্ডিয়ান সিরিয়ালের মতো বানিয়ে ফেলা
৩. আমাদের সরল মনের কথাবার্তায় অফেন্ডেড হয়ে ইমোশনাল হয়ে যাওয়া
৪. অন্যদের কথা আমাদের কাছে আর আমাদের কথা অন্যদের কাছে ছড়ানো
৫. আমাদের বড় চুল কিংবা ক্যারিয়ার চুজিংয়ের খারাপ দিকগুলো নিয়ে জ্ঞান দেওয়া
৬. মেয়ে হলে যেসব বিধিনিষেধগুলো মেনে চলতে হবে সেগুলো বারবার মনে করিয়ে দেওয়া
৭. আমাদের যেকোনো সিদ্ধান্তে সমাজ কী কী বলতে পারে তা নিয়ে বিশদ গবেষণা করা
৮. দুইদিন পরপর বাসায় এসে কোনো না কোনো একটা ব্যাপারে গ্যাঞ্জাম লাগিয়ে দিয়ে চলে যাওয়া
কোন ঘটনাটি আপনার সাথে বেশি ঘটে? কমেন্টে জানান
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!