বাংলাদেশি আব্বু আম্মুরা যে ৯টি কাজ করে ব্যাপক আনন্দ পায়
অন্যান্য দেশের বাবা-মায়ের কথা বাদ, বাংলাদেশের বাবা-মা মানেই যে আলাদা সেটা মনে হয় আর নতুন করে ব্যাখ্যা করার দরকার নাই। তবে যেসব কারণে তারা আলাদা সেসব কাজের কিছু উদাহরণ থাকছে নিচে-
১. সকালে রুমে এসেই রুমের ফ্যান বন্ধ করে দেয়া
২. রিমোটের উপরের প্লাস্টিকের কভার না খোলা
৩. শপিং ব্যাগ সযত্নে তোষকের নিচে জমিয়ে রাখা
৪. কেউ ব্যথা পেলে আদর না করে, উল্টো আগে ব্যথা পাওয়ার জন্য বকা দেয়া
৫. মেহমানদের জন্য স্পেশাল খাবার জমিয়ে রাখা
৬. হাতে মোবাইল দেখলেই ধুম করে রেগে যাওয়া
৭. মারার পর কান্নাকাটি শুরু করলে, কান্না বন্ধ করার জন্য আরেক ধাপ মারার হুমকি দেয়া
৮. সকল সমস্যার সমাধান ভাত খাওয়া দিয়ে করতে চাওয়া
৯. শোকেসে সুন্দর গ্লাস-প্লেট শুধু সাজিয়েই রাখা এবং সেগুলো কখনোই ব্যবহার না করা
পড়লেন তো সবগুলো পয়েন্টই। এবার তাহলে কমেন্টে বলুন আপনার আব্বু-আম্মুর সাথে কয়টা মিলে যায় এবং আপনার আব্বু-আম্মু এমন কী কী করে যা এখানে নেই!
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!