বাংলাদেশি মায়েরা যে ৬টি কাজ না করে থাকতে পারে না
সব মা-ই স্বাভাবিকভাবে সন্তানকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু বাংলাদেশি মায়েদের আবেগ, মমত্ববোধ অন্য সব দেশের মায়েদের থেকে আলাদা। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি মায়েরা যে ৫টি কাজ না করে থাকতে পারে না।
১. জোর করে ভাত খাওয়ানো।
আপনি যতই খেয়ে বলুন না কেন আর খাব না, তবুও তারা জোর করে আরেকটু বেশি ভাত খাইয়েই ছাড়বে!
২. মোবাইল ফোনকে সব নষ্টের গোড়া বানানো।
উনারা মনে প্রাণে বিশ্বাস করেন পৃথিবীর সব ভুলের জন্য দায়ী আপনার ‘মোবাইল’
৩. সারাক্ষন পাশের বাসার ভাবীর ছেলে/মেয়ের সুনাম করা।
যত ভালো কাজই করেন না কেন, পাশের বাসার ভাবীর ছেলে/মেয়ের সুনাম আপনাকে শুনতেই হবে
৪. মাগরিবের আগে বাসায় ফিরতে হবে।
মানে মাগরিবের পর বাইরে থাকা মানেই আইনত দন্ডনীয় অপরাধ। তাই তখন বাইরে থাকার উপর আপনার কোনো অধিকার নাই
৫. তাবৎ দুনিয়ায় সবচেয়ে চিকন আপনি।
মানে আপনার ওজন যদি ১০০ কেজিও হয়, তাও উনারা বলবেন আপনি শুকায়ে গেসেন
৬. দূরে কোথাও ঘুরতে যাওয়া মানেই পাপ।
আপনি কোথাও ঘুরতে যেতে চাইলেই দেখবেন উনাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে
এর বাইরেও যদি আরও কিছু থাকে যা এই তালিকায় নেই। তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!