রুম শেয়ার করতে গিয়ে রুমমেটদের যে ১৫টি যন্ত্রনা সহ্য করতে হবেই
জীবনে চলার পথে কাজ করতে গিয়ে কিংবা পড়াশুনার খাতিরে পরিবার থেকে দূরে গিয়ে ব্যাচেলর জীবনে পা দিতে হয় অনেক সময়। আর ব্যাচেলর জীবন মানেই নানা বিচিত্রতায় ভরপুর বিভিন্ন মানুষের সাথে জীবন যাপন। আর সেই জীবন যাপনে রুমমেটদের সাথে রুম শেয়ার করতে গিয়ে কিছু কমন মহা যন্ত্রনা সইতেই হবে আপনাকে।
১. অনুমতি ছাড়াই যখন তখন যেকোনো জিনিস ব্যবহার শুরু করে দেয়া
২. রাতভর কানের কাছে পার্টনারের সাথে সুড়সুড়ি মার্কা আলাপ
৩. একদিকে দু’চোখে রাজ্যের ঘুম। আর অন্যদিকে রুমমেটের অতীতের বাপ্পারাজীয় বেদনার গল্প!
৪. “রুম গুছিয়ে রাখা” নামক শব্দটি ডিকশনারি থেকে উধাও হয়ে যাওয়া
৫. টানা দু-তিন দিন বালতিতে কাপড় ভিজিয়ে রেখে সেটাকে পচিয়ে ফেলা
৬. অন্যের খাবার খেয়ে চুপচাপ ঢেকুর তোলা এবং একইসাথে প্লেট-চামচ না ধুয়ে রেখে দেয়া
৭. অন্যদের কথা ভুলে গিয়ে রুমে ফ্যান/এসির কন্ট্রোল নিজের দখলে রাখা
৮. যে জীবনে গেস্ট মানেই আস্ত একটি প্যারার নাম
৯. সিগারেট-বিড়ি খেয়ে রুমের মধ্যে ডিসেম্বরের কুয়াশা বানিয়ে ফেলা
১০. টয়লেট যে ধুয়ে পরিষ্কার করে রাখার জিনিস সেটা বেমালুম ভুলে যাওয়া
১১. টিভি থাকলেতো কাজ সাড়ছে। রিমোর্টের দখল নিয়ে রিয়াল-বার্সা টাইপ অবস্থা
১২. সিনিয়র ভাই হলেতো কথাই নাই। ২৪/৭ অর্ডারের উপর রাখা
১৩. মন চাইলো ফুল ভলিউমে গান ছেড়ে দিলো। আশপাশের মানুষ নিয়ে কোনো ভাবনাই নেই
১৪. একদম জরুরি সময়েই ঘন্টার পর ঘন্টা বাথরুম দখল করে রাখা
১৫. এবং রান্না ও বাজার করার সময় নানান রকম অজুহাতের উৎপত্তি
রুমমেটদের সাথে থাকতে গিয়ে এমন আর কী কী প্যারা খেয়েছেন, তা জানিয়ে দিন কমেন্টে!
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!