GifGari

First Bangladeshi GIF & Sticker Library

লাইফের যে ৬টি সিচুয়েশনে নিজেকে বাপ্পারাজের যমজ ভাই মনে হয়

বাংলা চলচ্চিত্রের চির বেদনার নায়ক বাপ্পারাজ। সিনেমার স্ক্রিপ্টে পৃথিবীর সকল দুঃখ বোধহয় উনারই। তবে বাস্তবে পথ চলতে গিয়ে আমাদেরও মাঝে মাঝে বাপ্পারাজ হতে হয়। চোখের পলকে জীবনটা হয়ে যায় বাপ্পারাজের চোখের পানি। চলুন মিলিয়ে নেই-

১. উজাড় করে দিয়ে ভালোবাসার পর যখন ক্রাশ বলে তোমাকেতো শুধু ভাই বলেই জানি!

২. জান প্রাণ দিয়ে কাজ করার পরও যখন অফিসের বস বলে আমি কোনো কাজের না


৩. ক্রাশকে ফোনে পটানোর কথা বলতে গেলেই যখন নেটওয়ার্ক হ্যাং করে

৪. পার্টনার যখন ফালতু বিষয় নিয়ে ঘণ্টাখানেক ঝগড়া করে

৫. বাসায় যখন বলে তোকে দিয়ে কিচ্ছু হবে না! কিচ্ছু না!

৬. প্রেমিকা/ক্রাশ যখন অন্য কারও পোস্টে লাভ রিয়েক্ট দেয়-

আসলে দুঃখ-বেদনার আরেক নাম হলো বাপ্পারাজ! তাই নিজের যেকোনো দুঃখ-বেদনা প্রকাশ করতে বাপ্পারাজের GIF must!

To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!🇧🇩

error: Content is protected !!