GifGari

First Bangladeshi GIF & Sticker Library

যে ১০টি লক্ষণ প্রমাণ করে ঘুমের সাথে আপনার গভীর প্রেম রয়েছে

ঘুম কাজী মারুফ

যারা ঘুমাতে পছন্দ করে তাদের কাজকর্ম দেখেই খুব সহজে তা অনুমান করা যায়। এই তালিকায় আছে তেমনই কিছু কাজের নমুনা।

১. ঘুমের ক্ষতিকর দিক নিয়ে কেউ জ্ঞান দিলে আপনি তাকে উল্টো জ্ঞান দিয়ে দেন

২. আপনি বিশ্বাস করেন ঘুমের কোন গ্লোবাল প্রতিযোগিতা হলে, আপনি তাতে নিয়মিত চ্যাম্পিয়ন হতেন

৩. ছুটির দিন ভালোবাসেন শুধুমাত্র সারাদিন ঘুমানো যায় বলেই

৪. বন্ধুরা মিলে একসাথে রাত জাগার প্ল্যান করলে আপনি সেখান থেকে কেটে পড়েন

৫. অফিসে কিংবা ইউনিভার্সিটিতে আপনি ঘোড়া হিসেবে পরিচিত, কারণ দাঁড়িয়ে ঘুমানোও আপনার জন্য ডালভাত

৬. পৃথিবীতে আপনার সবচেয়ে প্রিয় স্থান, আপনার বিছানা

৭. কোথাও যাওয়ার জন্য বাধ্য হয়ে খুব সকালে উঠতে হলে সেই দিনটি আপনার জন্য জীবনের চরম দুঃখের দিনগুলোর একটি হয়ে যায়

৮. ১০ মিনিটের আরামের ঘুমের জন্য আপনি নিজের ক্যারিয়ার/প্রেম সবই বিসর্জন দিয়ে দিতেও প্রস্তুত

৯. এমনকি ঘুমের জন্য এখন অব্দি অনেক কাজের ক্ষতি হয়ে গেলেও আপনি সেগুলো থোড়াই কেয়ার করেন


১০. আপনাকে ঘুম থেকে জাগিয়ে তোলার চেয়ে দুই দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে দেয়া বেশি সহজ

আপনি নিজেই এমন নাকি আপনার পরিচিত কেউ এমন রয়েছে, তা আমাদের জানাতে ভুলে যাবেন না যেন!

To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!🇧🇩

error: Content is protected !!