যে ১২টি অভ্যাস না থাকলে নিজেকে বাংলাদেশি বলবেন না
বাংলাদেশে থাকেন বলেই নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দেয়া যাবে না। খাঁটি বাংলাদেশি হতে হলে কিছু দুর্দান্ত গুণাবলী থাকা চাই। আপনার কাজকর্ম দেখে কেউ যদি না বলে ‘আপনে মিয়া পুরাই বাঙালী’ তাহলে আপনি খাঁটি বাংলাদেশী না। চলেন এমন কিছু গুণাবলী দেখে আসা যাক।
১. বাস সিগনালে আটকে থাকার পরও ড্রাইভারকে বলা “ওই বেটা টানোস না কেন!”
২. ভিড় দেখলেই রাস্তায় দাঁড়িয়ে উঁকিঝুঁকি দেয়া
৩. ফুটওভার ব্রিজ সামনে থাকার পরও হাত দেখিয়ে রাস্তা পার হওয়া
৪. রিক্সাওয়ালা মামার সাথে “ধুর মিয়া! ডেইলি যাই, বেশি চাইতেছেন!” বলে হুদাই একটু দরদাম করা
৫. বাসা থেকে মাত্র বের হয়ে “দোস্ত আর ১০ মিনিট, আমি কাছাকাছি” বলা
৬. বৃষ্টি নামলেই ফেসবুকে কাব্যিক স্ট্যাটাস দেয়া
৭. দেশ রসাতলে যাক, কিন্তু ক্রিকেট নিয়ে ফেসবুকে কমেন্ট যুদ্ধে জড়িয়ে পড়া
৮. দুই জনের তর্কের মাঝে না বুঝেই নাক গলায়ে ‘ভাই ঠিক কইছেন’ বলা
৯. সব কিছুতে বিদেশী চললেও শুধুমাত্র খাওয়ার বেলায় দেশি মুরগি খেতে চাওয়া
১০. বিয়ে বাড়িতে গিয়ে ইচ্ছেমতো খাওয়া শেষে “রান্নাটা তেমন ভালো হয়নি, কাচ্চিতে মাংস কম ছিল” এমন কিছু বলা
১১. একদামের দোকানে গিয়েও “ভাই দামটা একটু কমায়া রাখেন” বলা
১২. অবিবাহিত ছেলে মেয়ে দেখলেই তাদের বিয়ে করার কথা মনে করিয়ে দেয়া
এর বাইরেও বাংলাদেশি হিসেবে আর কী কী গুন থাকা বাঞ্চনীয় তা আমাদের কমেন্ট করে জানান!
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!