GifGari

First Bangladeshi GIF & Sticker Library

যে ৮টি লক্ষণ প্রমাণ করে আপনার ধৈর্য একদমই কম

প্রায়ই আপনার মনে হয় আপনার ধৈর্য্য শক্তি একদমই শূন্যের কোটায়! কিন্তু বিশ্বাস করতে কষ্ট হবে বলে আপনি কখনো নিজের স্বভাব নিয়ে অত বেশি মাথা ঘামান না। তবে ভাই, আপনি মাথা ঘামান আর না ঘামান, আমরা ঠিকই ঘামাই!

১. ইন্টারনেট কানেকশন স্লো হয়ে গেলে আপনার মাথায় আগুন ধরে যায়

২. রাস্তায় অসম্ভব রকমের জ্যাম দেখলে আপনার গলায় দড়ি দিয়ে মরে যেতে ইচ্ছা হয়

৩. আপনি দুই মিনিটের বেশি কারো জন্য অপেক্ষা করতে পারেন না


৪. অনলাইন শপিং করে, প্রোডাক্ট হাতে না পাওয়া পর্যন্ত আপনার ঘুম বন্ধ হয়ে যায়

৫. ফোন অথবা ল্যাপটপ হ্যাং করলে আপনার একদম ভেঙে ফেলতে ইচ্ছা করে

৬. সব সম্ভব হলেও, কোনো কিছুর জন্য অপেক্ষা করা আপনার জন্য একদমই সম্ভব না

৭. লম্বা লাইন দেখলেই আপনার বুকের ভিতর ধড়ফড় শুরু হয়ে যায়

৮. ইনবক্সে কেউ লম্বা রচনা টাইপ টেক্সট পাঠালে আপনার তা একদমই ভালো লাগে না


To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!🇧🇩

error: Content is protected !!