GifGari

First Bangladeshi GIF & Sticker Library

স্বভাবের যে ৭টি বৈশিষ্টের কারণে আপনি একজন পারফেক্ট বাকের ভাই

বাকের ভাই হচ্ছে হুমায়ূন আহমেদের রচনায় বরকত উল্লাহ্‌র পরিচালনায় পরিচালিত ধারাবাহিক কোথাও কেউ নেই এর প্রধান চরিত্র, যা ১৯৯০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছিল এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। ১৯৯৩ সালের ২১ সেপ্টেম্বর, আদালতের রায়ে ফাঁসি কার্যকর করা হয় বাকের নামক একজন এলাকার মাস্তানের। মজার ব্যাপার হচ্ছে এটি সত্যিকারের কোনো ঘটনা নয়। কিন্তু তার এই ফাঁসি দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দর্শকদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। উপমহাদেশে বিভিন্ন সময় বিভিন্ন সাহিত্যিক কর্ম বা সাহিত্য থেকে উঠে আসা কাল্পনিক চরিত্র নিয়ে নানা সময়ে আলোড়ন দেখা গেলেও বাকের ভাইয়ের ফাঁসি দেয়ার ঘটনাকে ঘিরে দর্শকদের মাঝে যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল তাকে এর সাথে সংশ্লিষ্ট লোকজনই মনে করছেন বিরল এবং বিস্ময়কর। সেই জনপ্রিয় চরিত্রটির সাথে আপনার স্বভাবের মিল দেখে নিন আজকের জিফ গাড়িতে।

১. আপনি আবেগপ্রবণ মানুষ কিন্তু কাউকে বুঝতে দেন না

২. আপনি মানুষকে সহজে বিশ্বাস করেন

৩. আপনি খুব সুন্দর একটা মনের অধিকারী

৪. আপনি গান পছন্দ করেন

৫. আপনি কথার চাইতে কাজ বেশি পছন্দ করেন

৬. আপনি বিশ্বাস করেন মাইর দিয়ে সব সোজা করে ফেলা সম্ভব

৭. মেয়েদেরকে আপনি অনেক সহজে বুঝলেও, মেয়েরা সহজে আপনাকে বুঝতে পারে না

উপরের এই লক্ষণগুলো যদি সত্যিই মিলে যায় আপনার সাথে, তাহলে আপনি একজন পারফেক্ট বাকের ভাই!

To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!🇧🇩

error: Content is protected !!