যে ১০টি ব্যাপার প্রমান করে কফি আপনার একমাত্র ভালোবাসা
কফির সাথে আপনার সম্পর্ক কতটা গভীর তা শুধু আপনি আর আপনার কফির মগ জানে। কারণ আপনার মাঝে এই ১০টি লক্ষণের সবগুলোই আছে।
১. এক কাপ কফি ছাড়া আপনি আপনার দিনের শুরুটা কল্পনাও করতে পারেন না
২. Lunch break না আপনি Coffee break এর জন্য অপেক্ষা করেন
৩. যারা কফি পছন্দ করে না, আপনি তাদের পছন্দ করেন না
৪. মাথা ব্যথা, পা ব্যথা, পেট ব্যথা, মনের ব্যথা আপনার জন্য সবকিছুর সমাধান এক কাপ কফি
৫. কেউ বাজে কফি বানালে তাকে ঘন্টাখানেক পিটাতে ইচ্ছা করে
৬. দূর থেকেও কফির গন্ধ আপনাকে চাঙ্গা করে তোলে
৭. কোনো রেস্টুরেন্টে নয় বরং কফি শপগুলোতে যেতে আপনার বেশি ভালো লাগে
৮. আপনার রুমে সবসময় ৪/৫টা কফি মগ থাকে
৯. কফির টেস্ট বাজে হওয়ার ভয়ে অন্যকে না দিয়ে আপনি নিজেই কফি বানিয়ে নেন
১০. এবং কফি রিলেটেড Meme/Quote ফিডে কিংবা ইনবক্সে শেয়ার করতে আপনার খুব ভালো লাগে
সব মিলে গিয়েছে না? যদি মিলেই যায়, তাহলে কফির দাওয়াত পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়!
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!