স্বভাবের যে ৬টি লক্ষণ প্রমান করে আপনি মিনা কার্টুনের মিঠু
মিনা কার্টুনের চরিত্র মিঠুকে নিশ্চয়ই মনে আছে? এবং আমরা নিশ্চিত বাকিসব দর্শকদের মতো আপনিও মিঠুকে প্রচন্ড পছন্দ করেন। কেমন হয় যদি প্রিয় চরিত্রের স্বভাবের সাথে নিজের মিল খুঁজে পান? চলুন তাহলে জেনে নেই, আপনার স্বভাবের ঠিক ঠিক কোন মিল গুলো মিঠুর সাথে মিলে যায়!
১. দিন ভালো হোক কিংবা খারাপ, আপনি সবসময় বন্ধুদের পাশে থাকেন
২. আপনি ছেলে-মেয়ের মধ্যে ভেদাভেদ একদমই পছন্দ করেন না
৩. কাজ কঠিন ভেবে, সহজেই হাল ছেড়ে দেয়া আপনার কাজ নয়
৪. আপনি চরম বিপদেও মাথা সেই রকম কুল রাখতে পারেন
৫. কেউ ভুল করলে আপনি ঠান্ডা মাথায় তার ভুলগুলো তাকে বুঝিয়ে দিতে পারেন
৬. আপনি কখনোই নিজেকে অন্যদের তুলনায় জ্ঞানী প্রমান করার চেষ্টা করে ফ্লেক্স করেন না
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!