আপনার মাঝে যে ৮টি লক্ষণ থাকলে আপনি একজন মারজুক রাসেল
মারজুক রাসেল একাধারে কবি, গীতিকার, মডেল এবং অভিনেতা। বহু গুনে গুনান্বিত মানুষটি বর্তমান তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। মারজুক রাসেলের এমন কিছু গুন্ আছে আর দশটা মানুষের মাঝে তা খুব কমই দেখা যায়। চলুন দেখে নিই কোন লক্ষণগুলো আপনার মাঝে থাকলে ধরে নেয়া যায় আপনি মারজুক রাসেলের ফটোকপি।
১. আপনার পোশাক যখন সবার থেকে আলাদা। ধরুন, সবাই পাঞ্জাবি পরে আসছে কোনো অনুষ্ঠানে আপনি পরে গেলেন থ্রি কোয়ার্টার
২. আপনি সব পারেন। গান, অভিনয়, কবিতা এক কথায় সব
৩. আপনাকে দেখতে ভিলেন ভিলেন লাগলেও আপনি আসলে সরল মনের একজন মানুষ
৪. আপনি কথায় কথায় “ব্যাটা” বলেন
৫. যা মনে আসে তাই বলে ফেলেন আর সেইটাই বন্ধু মহলে পপুলার হয়ে যায়
৬. আপনি যখন কিছু লিখেন তার শিরোনাম হয় খুব আজব। যেমন: বাইজি বাড়ির রোড, চাঁদের বুড়ির বয়স যখন ষোলো
৭. আপনার হাঁটার স্টাইল সবার থেকে একদম আলাদা
৮. আপনি কাউকে ৫ মিনিটের কথা বললে পাঁচ মিনিটের মধ্যেই চলে যান
কি ভাই? কয়টা মিল খুঁজে পেলেন? তাড়াতাড়ি শেয়ার করে অন্যদেরকে ব্যাপারটা জানান!
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!