যে ৯টি লক্ষণ প্রমান করে আপনি বড় হয়ে গেছেন
আসল বয়স কি আর শরীরে থাকে? আসল বয়স থাকে স্বভাবে! আর তাই স্বভাবের লক্ষণ দেখলেই বুঝা যায় কার আসল বয়স কত। এই তালিকায় দেয়া সকল লক্ষণ যদি আপনার পরিচিত হয়ে থাকে, তাহলে আপনি বড় হয়ে গেছেন!
১. কোথাও ঘুরতে গেলে আপনার আর আগের মতো ছবি তুলতে ইচ্ছা করে না
২. পুরানো প্রেমের কথা মনে করে আপনি মনে মনে হাসেন
৩. “বড় হয়ে কি হতে চাও?” এই প্রশ্নের উত্তর আপনার এখন আর জানা নেই
৪. কোনো কিছুই এখন আপনাকে আর অবাক করতে পারে না
৫. আপনি অনেক কিছুই এখন আর মনে রাখতে পারেন না
৬. খুব গুরুত্বপূর্ণ কাজ থাকা সত্ত্বেও বাসায় ঘুমাতেই আপনার বেশি ভালো লাগে
৭. ২/৩ দিন পর পর আত্মীয়স্বজনদের কাছ থেকে “বিয়ে” শব্দটি নিয়ে আপনাকে বয়ান শুনতে হয়
৮. জন্মদিনগুলো এখন আর আগের মতো মনে হয় না
৯. এবং জীবন থেকে চাওয়া পাওয়া কমে যাওয়ার কিছুই এখন আপনাকে আর কষ্ট দিতে পারে না
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!