অত্যন্ত অলস প্রকৃতির মানুষ যারা, এই ঘটনাগুলোর সাথে খুব পরিচিত তারা
কারো চেহারা দেখে আপনি কখনোই আন্দাজ করতে পারবেন না তার স্বভাব সম্পর্কে। তাহলে মানুষ চেনার উপায় কি? অবশ্যই তার কর্মকান্ড দেখে। আসেন তাইলে ভাই দেখে নেই একজন অলস ব্যক্তির লক্ষণগুলো কি কি এবং নিজের সাথে মিলিয়ে শিওর হয়ে নিন আপনি ঠিক কতটা অলস কিংবা কতটা অলস নয়!
১. হাঁড়ি পাতিল ধুতে হবে বলে আপনি রান্না করতে চান না
২. আপনার অধিকাংশ কাপড় আলমারির বাইরে থাকে
৩. বারবার উঠতে হবে বলে আপনি ডাল-ভাত-সবজি-মাংস সব একসাথে প্লেটে নিয়ে খেতে বসেন
৪. বাইরে বের হবার আগে কাপড় ইস্ত্রি করা আছে কিনা তা নিয়ে আপনি কখনো বিচলিত হন না
৫. আপনি নিজের ছাড়া কারো মোবাইল নম্বর জানেন না
৬. আপনি দরকার হলে ফ্যান ছেড়ে কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে রাজি আছেন, তবে মশারি টাঙাতে না
৭. দায়িত্ব এড়িয়ে যেতে আপনি পছন্দ করেন, তাই অফিস-ক্লাস-আড্ডা-মিটিংয়ে আপনি কথা চেপে যান
৮. প্রেমিক/প্রেমিকার মন সামাল দেয়ার ঝামেলা এড়াতে আপনি প্রেম থেকে দূরে থাকেন
৯. বাসা থেকে বের হওয়া মাত্রই আপনার বাসায় ফিরতে ইচ্ছা করে
১০. অন্যদের দিয়ে কায়দা করে কাজ করিয়ে নেয়া আপনার অন্যতম hobby!
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!