GifGari

First Bangladeshi GIF & Sticker Library

শীতকালে গোসলের যে ৭টি প্যারায় লাইফ হয়ে যায় ছ্যাড়াব্যাড়া

শীতকালে গোসল এক আতংকের নাম। তার উপর আবার গোসল করতে গিয়ে আছে নানান ধরণের ঝামেলা। আসুন তাহলে দেখে নেই সেই ঝামেলাগুলো কি কি-

১. প্রতিদিন গোসল করছেন না ব্যাপারটি ঠিক কয়দিন পর পর গোসল করলে মানুষ টের পাবে না, তা নিয়ে গবেষণা করা

২. গোসল করার সময় পানি কখনও বেশি গরম হয়ে যাওয়া, আবার কখনো একদম ঠান্ডা হয়ে যাওয়া

৩. যেদিন শ্যাম্পু করতে হবে কিংবা কাপড় ধুতে হবে সেইদিন ভয়ে গোসল-ই করতে না চাওয়া

৪. গোসলে ঢুকে অনেকক্ষণ পানির দিকে তাকিয়ে থেকেও, গায়ে পানি ঢালার সাহস না পাওয়া

৫. ঘুম থেকে উঠে গোসল করতে হবে, সেটা ভেবেই চরম আলসেমিতে ডুবে যাওয়া

৬. অন্য মৌসুমে সময় নিয়ে গোসল করলেও, শীতকালে কোনো রকম সাবান মেখে পানি ঢেলেই কাজ চালিয়ে নেয়া

৭. গোসল শেষ করে তাড়াতাড়ি কাপড় পরে কম্বলের ভিতর ঢুকে যাওয়া

To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!🇧🇩

error: Content is protected !!