GifGari

First Bangladeshi GIF & Sticker Library

বাঙালির জীবনে কাচ্চির প্রয়োজনীয়তা সম্পর্কে জানেন তো?

kacchi bangladeshi

বাঙালির সাথে কাচ্চির সম্পর্কের গভীরতার কাছে সমুদ্রের গভীরতাও হার মানবে। বিশ্বাস না হলে এই তালিকায় দেয়া প্রমানগুলো দেখে নিজ দায়িত্বে বুঝে নেন!

১. অনেক রাগারাগি-অভিমান দূর করে ফেলা সম্ভব কাচ্চি দিয়ে

২. যেকোনো ধরনের Moodকে Good করে দেওয়া শুধুমাত্র কাচ্চির পক্ষেই সম্ভব


৩. অর্ধেক বাঙালি বিয়ের দাওয়াতেই যেত না যদি মেন্যুতে কাচ্চি না থাকতো


৪. ডায়েটের চরম লেভেলে থাকলেও, চোখের সামনে কাচ্চির প্লেট হাজির হলেই বাঙালি নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারে না

৫. একদম হাতে দিলেই গলে যাওয়া মাংস আর আলুর দিকে তাকালে পৃথিবীর বাকি সবকিছু অর্থহীন মনে হয় আমাদের কাছে


৬. যেকোনো ঋতুর যেকোনো বেলায় যেকোনো সেলিব্রেশনের জন্য কাচ্চি উপযুক্ত খাবার


৭. একপ্লেট কাচ্চি খাইয়ে হাসিমুখে অনেকের থেকে অনেক কিছু আদায় করে নেওয়া সম্ভব


৮. চাল কোন বিষয় না, খাবারটা যখন হয় কাচ্চি তখন যে মুখে দিয়ে বলে বাহ! অমৃত খাচ্ছি!


৯. আর এজন্যেই কাচ্চি খাওয়ানোর কথা বলে কেউ অন্য কিছু খাওয়ালে, তাকে বলতে ইচ্ছা করে…

বুঝলেন তো কি অবস্থা! তো কোন রেস্টুরেন্টের কাচ্চি আপনার সবচেয়ে পছন্দের?

To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!🇧🇩

error: Content is protected !!