GifGari

First Bangladeshi GIF & Sticker Library

যে ১০টি কারণে আমি আমার আত্মীয়-স্বজনদের বাসায় যাই না

bangladeshi relatives

আত্মীয় স্বজনদের বাসায় যাওয়া মানেই নিজের সাথে নিজের এক বিশাল যুদ্ধ! সারাক্ষন মাথার উপর হাই ভোল্টেজ টেনশন আর এক টন আজাইরা চিন্তার ওজন! সোজা কথা সব মিলিয়ে এক বিদিকিচ্ছিরি অবস্থা…

১. জীবন সম্পর্কে তাদের আজাইরা উপদেশ আর যুক্তি

২. তাদের সাথে দেখা হলেই আমার গায়ের রং আর ওজন বদলে যায়

৩. আমার রেজাল্ট আর ক্যারিয়ার নিয়ে তারা আমার চেয়ে বেশি চিন্তিত থাকে


 

৪. অন্যদের সাথে কাউকে তুলনা করার তাদের অদ্ভুত ক্ষমতা

৫. আমার সম্পর্কে বাবা-মাকে তাদের ফালতু সব প্যারেন্টিং এডভাইস

৬. মনের মধ্যে ভয় আর দুশ্চিন্তা ঢুকিয়ে দেয়ার ওস্তাদ লেভেলের কেরামতি

৭. অন্যদের সাথে তাদের জমিজমা আর সম্পর্কের লেনাদেনা নিয়ে জটিল হিসাব

৮. অন্য সংসারের সুখ-শান্তি আর অপ্রয়োজনীয় খবর নিয়ে সংবাদ পরিবেশন

৯. অন্যের প্রেম-ভালোবাসার বিয়ে সম্পর্কিত তাদের নানান দুঃসহ গল্প

১০. তাদের “বিদেশ আর বিসিএস মানেই শান্তির জীবন” টাইপ মেন্টালিটি


আপনি ঠিক কোন কারণে যান না, অথবা গেলেও কোন কোন প্যারা খান, তা আমাদের কমেন্টে জানান!

To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!🇧🇩

error: Content is protected !!