ঈদের খুশিতে ভিন্ন মাত্রা যোগ হয় যে ৫টি খবরে
ঈদ মানেই খুশি, আনন্দ, আর চরম ফুর্তির দিন। আর এই খুশি-আনন্দ-ফুর্তিতে ভিন্ন মাত্রা যোগ করে কিছু মানুষ, কিছু আয়োজন। যা নিয়ে চলে আলোচনা, সমালোচনা আর হাসি তামাশা। সেসব থেকে কিছু উদাহরণ নিয়েই নিচের তালিকা!
১. যেমন এবারে ঈদেও গান গাইবেন মাহফুজুর রহমান
২. এবারের ঈদেও লাইভে আসছেন সেফুদা
৩. এবারের ঈদে নতুন গান নিয়ে হাজির হবেন ড্যাশিং হিরো আলম
৪. এবারের ঈদে মুক্তি পাচ্ছে বিখ্যাত অনন্ত জলিলের মুভি
৫. এই ঈদেও থাকছে মোশাররফ করিমের নাটক ‘যমজ ৫০’
ঈদে এমন আর কী কী খবরে আপনি অন্য লেভেলের স্বাদ পান তা আমাদের কমেন্ট করে জানাবেন।
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!