GifGari

First Bangladeshi GIF & Sticker Library

প্রত্যেকের জীবনের যে ১২টি রহস্যময় পরিস্থিতির কোনো ব্যাখ্যা নেই

এমন কিছু মুহুর্ত আমাদের জীবনে প্রায়ই আসে যেগুলো কেন কিভাবে আসে তা বুঝতে পারাটা বেশ মুশকিল হয়ে যায়। সেসব রহস্যময় পরিস্থিতির কিছু স্যাম্পল নিয়ে এই তালিকা।

১. আপনি যখন সব জায়গা তন্নতন্ন করে খুঁজেও কিছু একটা পাচ্ছেন না। কিন্তু আপনার মা এসে কয়েক সেকেন্ডে সেটা খুঁজে পায়!

২. ইমার্জেন্সি কোনো কাজে যখনি বের হতে হবে, ঠিক তখনই কম্পিউটার রিস্টার্ট নেয়


৩. পেটের কাজটা যখনই খুব দ্রুত সারতে হবে ঠিক তখনই বাথরুমে কেউ না কেউ থাকবে!


৪. অনেক কষ্টের এসাইনমেন্টের ফাইলটা মেইল করতে গেলেই পিসি হ্যাং করে বসে


৫. ক্লাসে বোরিং লেকচার বা কোন মিটিং এ আধা ঘন্টা ধরে বসে থাকার পর ঘড়িতে তাকিয়ে দেখবেন মাত্র পাঁচ মিনিট হয়েছে!


৬. যে দিন ছাতা নিয়ে বের হন না, ঐ দিনই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়


৭. সিগনালে বসে আছেন। অপেক্ষা করে করে বাস থেকে নামতেই দেখেন সিগন্যাল ছেড়ে দিয়েছে!


৮. অন্য সব রাতে হাজার চেস্টা করেও ঘুমাতে পারেন না, কিন্তু পরীক্ষার আগে বই নিয়ে বসলেই কিভাবে কিভাবে যেন ঘুমে চোখ বন্ধ হয়ে আসে


৯. যখন ব্যস্ত থাকেন তখনই কেন জানি সবাই আপনাকে ফোন দেয় বা দেখা করতে চায়, কিন্তু যখন ফ্রি থাকেন তখন তাদের আর খবর থাকে না!


১০. পরীক্ষার হলে ঢুকার ঠিক আগে যে প্রশ্নের উত্তর রিভিশন দিয়ে আসলেন, খাতায় লেখার টাইমে সেটা কিছুতেই মনে আসে না


১১. সকালে অ্যালার্মে ঘুম ভাঙার পরে যখন মাত্র পাঁচ মিনিটের জন্য চোখ বন্ধ করেন কিন্তু চোখ খোলার পর দেখেন এক ঘন্টা পেরিয়ে গেছে!


১২. যখন সিএনজি দরকার তখন রিকশা ফ্রি থাকে, যখন রিকশা দরকার তখন সিএনজি ফ্রি থাকে (আসলে সব বাহনের ক্ষেত্রেই এটা প্রযোজ্য)

এরকম আরও কোনো মুহূর্তের কথা জানলে কমেন্টে আমাদের জানান!

To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!🇧🇩

error: Content is protected !!