যে ১০টি রহস্যময় ঘটনার ব্যাখ্যা আজ পর্যন্ত বিজ্ঞানও দিতে পারেনি
এমন কিছু মুহুর্ত আমাদের জীবনে প্রায়ই আসে যেগুলো কেন, কিভাবে আসে তা বুঝতে পারাটা বেশ মুশকিল হয়ে যায়। সেসব রহস্যময় পরিস্থিতিগুলো নিয়েই এই লিখাটি!
১. আপনি যখন সব জায়গা তন্নতন্ন করে খুঁজেও কোনো কিছু পাচ্ছেন না, ঠিক তখনই আপনার মা এসে কয়েক সেকেন্ডে সেটা খুঁজে পেয়ে যায়
২. যখনই পেটের কাজটা ইমার্জেন্সি সারতে হবে ঠিক তখনই কেমন করে যেন বাথরুমে কেউ না কেউ থাকে!
৩. এসাইনমেন্টের ফাইলটা মেইল করতে গেলেই যেন পিসি হ্যাং হয়ে যায়
৪. বোরিং ক্লাস বা মিটিং এ আধা ঘন্টা ধরে বসে থাকার পরও ঘড়িতে তাকিয়ে দেখবেন যে মাত্র পাঁচ মিনিট হয়েছে!
৫. তুমুল ট্রাফিক জ্যামে বসে আছেন। অপেক্ষা করে করে যেই বাস থেকে নেমে হাঁটা শুরু করবেন, অমনি দেখবেন জ্যাম ছেড়ে দিয়েছে!
৬. অন্য সব রাতে হাজার চেষ্টা করে না ঘুমাতে পারলেও পরীক্ষার আগের রাতে বই নিয়ে বসলেই কিভাবে কিভাবে যেন গভীর ঘুমে চোখ বন্ধ হয়ে আসতে থাকে
৭. যেদিন একটু বেশিই ব্যস্ত থাকবেন ঠিক সেদিনই কেন জানি সবাই আপনাকে ফোন দিবে কিংবা দেখা করতে চাইবে। কিন্তু যেদিন ফ্রি থাকেন তখন তাদের আর কোনো খবর থাকে না!
৮. রিকশা লাগলে দেখবেন চোখের সামনে শুধুমাত্র রিকশা বাদে ফাঁকা সিএনজি, বাস, বাইক এমনকি বিমানও ঘুরতেছে। মানে, যেদিন যেটা লাগবে কেন যেন ঐদিন ঐটা বাদে বাকি সবই আপনি পাবেন
৯. সকালে অ্যালার্মে ঘুম ভাঙার পর মাত্র পাঁচ মিনিটের জন্য চোখ বন্ধ করলেই, একটু পর চোখ খুলে দেখবেন যে ৩ ঘন্টা পেরিয়ে গেছে!!
১০. যেদিন জরুরি ক্লাস কিংবা মিটিং থাকবে ঠিক ঐদিনই আপনি এলার্ম মিস করবেন, বাথরুম ফাঁকা পাবেন না, রাস্তায় বেরিয়ে গাড়ি পাবেন না, ফাঁকা রাস্তায় কঠিন জ্যাম পাবেন উইথ পেটের মধ্যে গ্যাসের হালকা প্রেসার এবং অবশেষে গাড়ি পেলেও নামার পর ভাংতি পাবেন না
আজব তো! আপনি আরও রহস্য জানতে চান? অনেক হইসে এবার অন্য কন্টেন্ট পড়েন!
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!