GifGari

First Bangladeshi GIF & Sticker Library

জীবনের যে ১০টি পরিস্থিতিতে দুঃখে মরে যেতে ইচ্ছা হয়

জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যা এতটাই বিব্রতকর রে ভাই, ওই মুহূর্তগুলোতে না পারা যায় বলতে, না পারা যায় সইতে!! এমনকিছু বেদনাদায়ক পরিস্থিতি নিয়েই আমাদের এই আয়োজন।

১. সারাদিন বাইরে ঘোরাঘুরির পর বাসায় ফিরে এসে যখন দেখি প্যান্টের জিপার খোলা

২. অফিসে দেরি করে ঢুকেই যখন বসের সামনে পড়তে হয়

৩. বদ্ধ লিফটে কেউ যখন পেটের গ্যাস ছেড়ে দেয়

৪. ফেসবুকে নিজের পুরোনো কোন স্ট্যাটাস কিংবা ছবিতে হুট করে কোন বন্ধু লাইক দিয়ে দেয়

৫. গার্লফ্রেন্ডের সামনে এক্সকে নিয়ে যখন মুখ ফসকে প্রশংসা চলে আসে

৬. শীতের রাতে হিসু চাপলে

৭. সিরিয়াস মুহূর্তে কারো কথায় প্রচন্ড হাসি পেলে

বিঃদ্রঃ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

৮. মেসেঞ্জারে ভুল করে একজনকে পাঠানো মেসেজ অন্যজনের ইনবক্সে চলে গেলে

৯. ফাইল এটাচ্ড না করেই ইমেইল পাঠিয়ে দিলে

১০. গার্লফ্রেন্ডের রোমান্টিক ছবি অথবা মাই ডে এর স্টোরিতে ভুলে হা হা রিয়েক্ট চলে গেলে

সত্যি বলতে, এমন বিব্রতকর মুহূর্তের কথা লিখে শেষ করা সম্ভব নয়। এই তালিকার বাইরেও আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।

 

To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!🇧🇩

error: Content is protected !!