রবীন্দ্রনাথ যদি ফেসবুকে সোনার তরী কবিতাটি পোস্ট করতেন, তা হলে যেসব কমেন্ট আসতো!
গগনে গরজে মেঘ, ঘন বরষা।/কূলে একা বসে আছি, নাহি ভরসা।/রাশি রাশি ভারা ভারা/ধান কাটা হল সারা,/ভরা নদী ক্ষুরধারা/খরপরশা।/কাটিতে কাটিতে ধান এল বরষা। কখানি ছোটো খেত, আমি একেলা,/চারি দিকে বাঁকা জল করিছে খেলা।/…ঠাঁই নাই, ঠাঁই নাই– ছোটো সে তরী/আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
১. ফার্স্ট কমেন্ট আমার! 😉
২. কী রে প্রেমে পড়েছিস নাকি? তো নামটা শুনি এবার!
৩. এতো বিরহ কেন। কি হয়েছে ব্রো?
৪. আপনি কি ঘরে বসে পাঁচ মিনিটে পাঁচ হাজার টাকা আয় করতে চান? তাহলে এই পেজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
৫. এপিক, জাস্ট এপিক! হ্যাটস অফ টু ইউ, ম্যান! ক্যামনে পারেন ব্রো? লাভ ইউ ব্রো লাভ ইউ!
৬. দাদা শেয়ার অপশনটা দেন। একটু শেয়ার করি। জোস্ ছিল কবিতাটা…
৭. একই কবিতায় ধান এবং নৌকা! বাহ্, আপনি তো দারুণ কৌশলী মানুষ ভাই!
৮. ব্রো, এটা কার লেখা?
৯. আপনার কবিতা অসাধারণ। নিয়মিত লিখে যান ভাইয়া, ভালো করবেন।
১০. কেমন আছেন ভাই? আজকে কুষ্টিয়া গেসিলেন? শাহবাগে তো আপনারে পাইলাম না। আজকাল কই যে থাকেন! প্রেমে-ট্রেমে পড়সেন নাকি, মিয়া? ট্রিট দেন!
এ তো গেল অন্যদের কমেন্টের কথা, কিন্তু আপনি কি ধরণের কমেন্ট করতেন তা অবশ্যই এই পোস্টের নিচে কমেন্ট করে জানাবেন।
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!