পরিচিত এই ৮টি অ্যাপ আমাদের বন্ধু হলে ব্যাপারটা যেমন হতো…
প্রতিদিন আমরা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকি। একটু খেয়াল করলেই দেখবেন যে অ্যাপগুলোর কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। পরিচিত অ্যাপগুলোকে যদি আমরা আমাদের বন্ধু হিসেবে দেখি তাহলে কেমন হয়? চলুন মিলিয়ে দেখা যাক।
১. গুগল Google: সবচেয়ে কাছের বন্ধু
সাহায্য চাওয়া মাত্রই যে বন্ধুকে সবার আগে কাছে পাওয়া যায়
২. ফেসবুক Facebook: দ্য জানের জিগার
যে বন্ধুর সাথে প্রতিদিন দেখা না হলে একদমই ভাল্লাগে না
৩. উইকিপিডিয়া Wikipedia: পন্ডিত মশাই
এসাইনমেন্টের দিনগুলোতে যে বন্ধুকে খুব বেশি মনে পড়ে
৪. টুইটার twitter: ঈদের চাঁদ
যে বন্ধুর সাথে বছরে এক দুইবারের বেশি দেখাই হয় না
৫. ইনস্টাগ্রাম Instagram: দ্যাট ফাপড়বাজ বন্ধু
সারাক্ষন শো অফেই ব্যস্ত থাকে
৬. লিঙ্কড ইন LinkedIn : কাজের বন্ধু
অফিসিয়াল কাজ কর্মে যার সাহায্য পাওয়া যায়
৭. টিন্ডার Tinder: প্রেমিক বন্ধু
এলাকার সব মেয়েদের খবর যার কাছে পাওয়া যায়
৮. বিকাশ bKash: কেরামতি বন্ধু
টাকা ম্যানেজ করার প্রয়োজন হলেই যার কথা মনে পড়ে
এর লিস্টের বাইরে যদি আপনার আরও কোনো বন্ধু থাকে তাহলে কমেন্ট করে জানান!
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!