GifGari

First Bangladeshi GIF & Sticker Library

“জিফ” নাকি “গিফ”, সঠিক উচ্চারণ কোনটি?

আপনি যদি ফ্রি টাইমে Facebook এর বিভিন্ন পোস্টের নিচে দেয়া কমেন্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন কিংবা Messenger/Whatsapp/Viber এ কে কখন কী দিল তা যদি সবই নজরে রাখেন এবং একইসাথে Tumblr, reddit, Imgur নামক সামাজিক নেটওয়ার্কের সাথে কিছুটা পরিচিত হন, তবে আপনি সম্ভবত GIF-এর জনপ্রিয়তার সাথেও পরিচিত। কিন্তু ঝামেলাটা হলো আপনি যখন এটি কোথাও বলতে চান, তখন আপনি কীভাবে এই শব্দটি উচ্চারণ করবেন তা নিয়ে সংশয়ের চক্করে পড়ে এলোমেলো হয়ে যান! (এমনকি এখনও পড়তে পড়তে মনের মধ্যে একই অবস্থায় আছেন)

কোনো প্যারা নেই, আপনাকে আমরা জানাবো এখন থেকে আপনি ‘GIF’ কীভাবে উচ্চারণ করবেন!
আশ্চর্যজনকভাবে, সারা বিশ্বব্যাপী কেউ কেউ “জাঙ্ক” বা “জেলি” এর মতো একে “জিফ” উচ্চারণ করে আবার কেউ কেউ “গেট” বা “গুগল” এর মতো একে “গিফ” উচ্চারণ করে এবং আজ অবদি কেউই এই বিষয়ে একমত হতে পারেনি।
কারণ-
GIF ফর্ম্যাটটির স্রষ্টা স্বয়ং নিজেই বলেছিলেন এটি “জিফ”! আবার অন্যদিকে gif.com বলছে এটি উচ্চারিত হবে “গিফ”! আর এই তর্ক এতটাই কনফিউজিং যে কারা যেন সঠিক উত্তরের জন্য HowToReallyPronounceGIF.com নামক একটি ওয়েবসাইটই খুলে ফেলেছে। এমনকি অক্সফোর্ড ডিকশনারি এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলের উচ্চারণ ম্যানুয়াল গুলোতেও GIF এর উচ্চারণ একই ভিডিওতে দুটি পৃথক উচ্চারণ দিয়ে রেখেছে। কি বিপদ!

তাই “জিফ” নাকি “গিফ” উচ্চারণ করবেন সে সিদ্ধান্ত একান্তই আপনার। কারণ যেহেতু সত্যিই এটি বলার সঠিক উপায় নেই।যদি তারপরও কেউ কখনও এটি সঠিকভাবে উচ্চারণ না করার বিষয়ে আপনাকে কোনো কিছু বলার চেষ্টা করে তবে তাকে নির্দ্বিধায় এই আর্টিকেলের লিংকটি পাঠিয়ে দিন।

To find Bangladeshi GIFs, Search “Gifgari” now!?? 

error: Content is protected !!