এমন কেউ কি আছেন যার পরীক্ষার হল নিয়ে এই ১০টি চিন্তা করতে হয়নি?
ছাত্রজীবনে পরীক্ষার হল মানে একটা আস্ত সাইজের নরক। যেখানে বসার সাথে সাথে হাত-পা অবশ হয়ে আসে এবং নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায়দের একজন মনে হতে থাকে। কিন্তু কেন? তা দেখে নিন, নিচে দেয়া ঘটনাগুলো থেকে।
১. প্লিজ, অবজেকটিভ প্রশ্নগুলো যেন গাইড থেকেই আসে!
২. হে খোদা, স্যারের মুড যেন ভালো থাকে!
৩. খাতা দেখার সময় স্যারের বৌয়ের সাথে ঝগড়া যেন না হয়!
৪. পরীক্ষার হলে সামনে – পিছে যেন ভালো স্টুডেন্ট পড়ে!
৫. পরীক্ষার হলে ফার্স্ট বেঞ্চে যেন সিট না পড়ে!
৬. এই পরীক্ষাটা কোনমতে পার করায় দিও ! পরেরটার জন্য ঠিকমত পড়বো। কসম!
৭. প্রশ্ন যেন পানির মত সোজা হয়!
৮. একটু হলেও যেন দেখাদেখি করা যায়
৯. কোনকিছুই যেন হলে বসে ভুলে না যাই, সব যেন মনে থাকে
১০. কোনোরকম পাশ মার্ক তুলতে পারলেই হবে, আর কিছু লাগবে না!
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!