GifGari

First Bangladeshi GIF & Sticker Library

সময়ের সাথে পাল্লা দিয়ে পহেলা বৈশাখের যে স্মৃতিগুলো যাচ্ছে হারিয়ে

বছর ঘুরে আবার চলে এলো পহেলা বৈশাখ। যদিও এখন নববর্ষ পালন এবং তা নিয়ে উৎসাহ উদ্দীপনা আর আগের মতো নেই, সময়ের সাথে সাথে বাঙালির প্রাণের উৎসবেও এসেছে নানা পরিবর্তন। আগে যেখানে বৈশাখ মানেই ছিল মেলা, নাগরদোলা, রাস্তা জুড়ে আলপনা আর বটমূলের গান। এখন তা অনেকটাই হয়ে পড়েছে রেস্টুরেন্ট, সেল্ফি, বিদেশী খাবার আর চেক-ইন ভিত্তিক। তাই চলুন জিফে জিফে ঘুরে আসি অতীতের সেইসব আনন্দময় বৈশাখী স্মৃতির পাতা থেকে-

 

১. বৈশাখ মানেই ছিল পরিবারের/বন্ধুদের সাথে একদম ভোরে রমনা বটমূলে যাওয়া


২. নববর্ষ উপলক্ষে রাত জেগে এলাকা/ক্যাম্পাসের রাস্তাজুড়ে আল্পনা আঁকা

৩. রাস্তার জ্যাম, প্রচন্ড রোদ আর মানুষের ভিড় থাকা সত্ত্বেও নতুন বছরকে জাকজমক ভাবে বরণ করা


৪. হাতে, মুখে, গালে শুভ নববর্ষ লিখে সারাদিন ঘুরে বেড়ানো

৫. অলিতে গলিতে সারাদিন ফিডব্যাক ব্যান্ডের “মেলায় যাই রে!” গানটি বাজতে থাকা


৬. ভোরের মঙ্গল শোভাযাত্রা এবং রং-বেরঙ্গের মুখোশে পুরো শহর সাজিয়ে রাখা


৭. এবং সেজে গুঁজে বৈশাখী মেলায় যাওয়া

ভাবছেন, আরে ইলিশ-পান্তার স্মৃতি গেল কই? বলি তাহলে, বৈশাখের দিন পান্তা খান ভাল কথা, তবে দয়া করে ইলিশের জন্য অযথাই দৌড়ঝাঁপ করবেন না, কারণ পান্তার সাথে ইলিশই খাইতে হবে এমন কোনো নিয়ম কোথাও লিখা নাই। তাই বছরের বাকিটা সময় আরামসে এবং কমদামে ইলিশ খাওয়ার জন্য ঐ বিশেষ সময়টাতে মা ইলিশ মারতে উৎসাহিত করবেন না। আর এসব কিছু বিবেচনা করেই নিরুৎসাহিত করতে ইলিশের ব্যাপারখানা এড়িয়ে যাওয়া হয়েছে। ধন্যবাদ!

To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!🇧🇩

error: Content is protected !!