GifGari

First Bangladeshi GIF & Sticker Library

ঈদ উদযাপনে শৈশবের আনন্দময় যে ১০টি স্মৃতি এখনো খুব মিস করি

সময় বয়ে যায়, নতুন নতুন বছর আসে, সেই সাথে আসে খুশির ঈদ। তবে ঈদের খুশি যতই বদলে যাক না কেন, ঈদের কিছু স্মৃতি এখনও আমাদেরকে অনেক আনন্দ দেয়। আর তাই ঈদ উদযাপনে শৈশবের আনন্দময় যে ১০টি স্মৃতি এখনো আমরা খুব মিস করি সেসব নিয়েই আজকের আয়োজন।

১. ঈদের নামাজ পড়তে যাওয়া হয় ঠিকই তবে বাবার হাত ধরে যাওয়ার সেই অনুভূতি খুব মিস করি


২. টিনের পিস্তল কেনার যে আনন্দ সেই আনন্দ এখনো মিস করি

৩. সালামি পাওয়ার আনন্দটা এখন আর আগের মতো পাই না

৪. ইত্যাদি প্রচার হয় ঠিকই কিন্তু ‘নানা-নাতী’র নানা নেই বলে এখন আর দেখা হয় না

৫. এখন ঈদের বিশেষ প্রোগ্রামের চেয়ে বিজ্ঞাপন বেশি দেখানো হয়, তাই আয়োজন করে টিভিই দেখা হয় না

৬. ঈদ আনন্দে বাচ্চু ভাই-জেমসের সেই ফিতার ক্যাসেটের এলবাম কেনার আনন্দটা মিস করি

৭. পাড়া মহল্লায় চান রাতের চাঁদ উঠার আনন্দ মিছিলটা খুব খুউব মিস করি

৮. শৈশবে ঈদের প্রধান আকর্ষণ বাবার সাথে শপিংয়ে গিয়ে কান্নাকাটি করে খেলনা কেনা বেশ মিস করি

৯. ঈদের শুভেচ্ছা জানানো ঈদ কার্ড বিনিময় খুব মিস করি

১০. ঈদ উদযাপনে শৈশবের হারিয়ে যাওয়া বন্ধুদের অনেক বেশি মিস করি

তবে এর বাইরে আপনি যদি আরও কিছু মিস করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না!

To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!🇧🇩

error: Content is protected !!