GifGari

First Bangladeshi GIF & Sticker Library

যে ৮টি উপায়ে কাউকে “I love you” বললে সে রাজি না হয়ে পারে না (প্রমাণিত)

বিভিন্ন স্টাইলে ইনিয়ে-বিনিয়ে ক্রাশকে এতদিন নিজের মনের কথা বুঝিয়েছেন ঠিকই, কিন্তু ফাইনালি “I love you”-টা আর বলতে পারছেন না কারণ এটা বলার সাহস আপনার নাই, এমনকি এটা ভাবতে গিয়েই ভয়ে আপনার হাত-পা জমে ঠান্ডা হয়ে হার্টবিটও কমে যায় এবং মাথা ও মন একসাথে পাল্লা দিয়ে ঘুরঘুর করে। চিন্তার কিছু নেই ব্রো, আপনার জন্যেই এই লিস্ট। এখন থেকে সুযোগ পেলেই এই লিস্টে দেয়া GIFগুলো কথায় কথায় ক্রাশের ইনবক্সে পাঠিয়ে ইশারা-ইঙ্গিতে বলে দিন আপনার মনের কথা।

বিঃদ্রঃ কাজ না হলে টাকা ফেরত গ্যারান্টি! (ওবামা তার বউ মিশেলকে এভাবেই পটিয়েছিল)

১. তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা…


To use this GIF search “arnob song”

২. চুরি করেছো আমার মনটা…


To use this GIF search “churi korecho”

৩. পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক…


To use this GIF search “pore na chokher polok”

 

৪. এখানে দুজনে, নির্জনে সাজাবো প্রেমের পৃথিবী


To use this GIF search “premer prithibi”

৫. জ্বালাইয়া প্রেমের বাত্তি কোথায় তুমি থাকো রে?


To use this GIF search “premer batti”

 

৬. চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে…


To use this GIF search “cholo na ghure ashi”

 

৭. তুমি আমার কত চেনা, সে কি জানো না?


To use this GIF search “tumi amar chena”

 

৮. আমি যে আজ পাগলপারা তোমাতে…


To use this GIF search “pagolpara”

 

To find more Bangladeshi GIFs like these, Search “Gifgari” now!🇧🇩

error: Content is protected !!