GifGari

First Bangladeshi GIF & Sticker Library

ট্রাফিক জ্যামের যে ৬টি সুবিধা সম্পর্কে আপনি জানেন না

ঢাকা শহরে ট্রাফিক জ্যাম নিত্যদিনের ঘটনা। জ্যাম নিয়ে সবার রয়েছে বিরক্তিকর অনুভূতি। যানজটের কারণে শুধু ঢাকায় দৈনিক প্রায় ৫০ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। যার আর্থিক ক্ষতি বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকা (২০১৮ সালের হিসেবে অনুযায়ী)। কিন্তু এত ক্ষতির মাঝেও আমরা ট্রাফিক জ্যামের ৬টি সুবিধা পেয়েছি। চলুন একটু চোখ বুলিয়ে নেওয়া যাক।

১. অফিসে বস কিংবা বাসায় বৌয়ের যন্ত্রনায় যাদের সাথে কথা বলা যায় না, জ্যামে বসে তাদের সাথে ফোনে ইচ্ছেমত কথা বলা যায়

২. জ্ঞান অর্জনের চলমান স্থান জ্যাম এ থাকা বাস। সময়ের অভাবে যারা বই/পত্রিকা পড়তে পারে না, জ্যামে পত্রিকা/বই পড়ার লম্বা সময় পাওয়া যায়


৩. মেয়েদের ক্ষেত্রে ভ্যানিটিব্যাগ থেকে মেকাপ বাক্স খুলে আরেকবার মেকাপ সেরে নেওয়া যায়

৪. আশপাশের নানারকম বিচিত্র দৃশ্য একদম ফ্রিতে উপভোগ করা যায়

৫. রাতে পার্টনার এর যন্ত্রনায় ঘুমাতে না পারলে জ্যামে নির্দ্বিধায় শান্তির ঘুম দেওয়া যায়

৬. যেসব অফিসে/ক্লাসে বোরিং সময় কাটতে পারে, সেখানে জ্যাম এর অজুহাতে দেরিতে যাওয়া যায়

এছাড়াও ট্রাফিক জ্যামের আর কী কী সুবিধা আছে তা আমাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই!

To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!🇧🇩

error: Content is protected !!