অংকের মতো কঠিন ব্যাপার যারা আবিষ্কার করেছে, তাদের কী করা উচিত?
অংক যে সাক্ষাৎ আতংকের নাম, সেটা শুধু অংককে ভয় পাওয়া পোলাপান ছাড়া আর কেউ বলতে পারবে বলে মনে হয় না। আপনি যদি একই দলের হন, এখনই মিলিয়ে নিন নিজের অভিজ্ঞতার সাথে।
১. স্কুল জীবনে অংক ক্লাস ছিল এক আতংকের নাম
২. জীবনটা বাংলা সিনেমা হলে অংকের টিচার সেখানে সবচেয়ে বড় ভিলেন
৩. হরর সিনেমা আর অংক পরীক্ষার আগের রাতের মধ্যে দ্বিতীয়টি বেশি ভয়ংকর
৪. যেসব অংক শিখেছিলাম সেগুলো কোথায় কাজে লাগাবো তা নিয়ে হতাশ হয়ে ঘুরে বেড়াতাম
৫. পরীক্ষার হল থেকে বের হওয়ার পর বন্ধুদের সাথে অংক না মিললে এর থেকে বড় আতংক জীবনে আর কিছু নেই
৬. বিশ্ববিদ্যালয়ে ওঠার পর অংক থাকবে না ভেবে কি ফুর্তিতেই না ছিলাম, কিন্তু আসলে…
৭. সারাদিন ঘুম না এলেও অংকের ক্লাসে ঠিকই রাজ্যের ঘুম চোখে এসে জমা হয়
৮. তিন বছর, তিন মাস, তিন দিন, তিন ঘন্টা, তিন মিনিট, তিন সেকেন্ড আগের ঘটনাও মনে রাখা আমি পরীক্ষার হলে ঢুকে আগের রাতে শেখা অংকের সূত্র মনে রাখতে পারি না
৯. এইজন্যেই ছোট ভাই-বোনেরা নিজেদের অংক সমাধান করাতে নিয়ে এলে তাদের আমি বলি…
এমন কয়টা অভিজ্ঞতা আছে আপনার? জানাবেন আমাদের!
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!